ঢাকা 4:11 pm, Sunday, 20 July 2025

চাঁদপুরের ৫টি আসনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করছে জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী

  • Reporter Name
  • Update Time : 10:41:30 pm, Tuesday, 2 January 2024
  • 11 Time View

প্রতীক বরাদ্দের পর চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন বলে দাবি করেছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী। তবে সেই কাজ প্রকাশ্যে না আসলেও শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন করে সবার কাছে তিনি নিজের অবস্থান জানান দিয়েছেন।

তিনি বলেন, ১০০ বছরেও যা হয়নি চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনির নেতৃত্বে গত ১৫ বছর তার চাইতে অনেক বেশি উন্নয়ন হয়েছে। এই আসনটিসহ ৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে তরুণ প্রজন্মকে নৌকায় ভোট দিয়ে এগিয়ে আসার আহবান জানান।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরকারের উন্নয়নের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। তিনি চাঁদপুর জেলার সব ভোটারদের কাছে নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানান।

এ সময় চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান নেতা, জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কিডনি দান করা সেই স্ত্রীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ স্বামীর

চাঁদপুরের ৫টি আসনে নৌকা প্রতিকের পক্ষে কাজ করছে জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী

Update Time : 10:41:30 pm, Tuesday, 2 January 2024

প্রতীক বরাদ্দের পর চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন বলে দাবি করেছেন চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারী। তবে সেই কাজ প্রকাশ্যে না আসলেও শেষ মুহূর্তে সংবাদ সম্মেলন করে সবার কাছে তিনি নিজের অবস্থান জানান দিয়েছেন।

তিনি বলেন, ১০০ বছরেও যা হয়নি চাঁদপুর-৩ আসনে ডা. দীপু মনির নেতৃত্বে গত ১৫ বছর তার চাইতে অনেক বেশি উন্নয়ন হয়েছে। এই আসনটিসহ ৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে তরুণ প্রজন্মকে নৌকায় ভোট দিয়ে এগিয়ে আসার আহবান জানান।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সরকারের উন্নয়নের উল্লেখযোগ্য কার্যক্রম তুলে ধরেন। তিনি চাঁদপুর জেলার সব ভোটারদের কাছে নৌকা প্রতীকে বিজয়ী করার আহবান জানান।

এ সময় চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান নেতা, জাতীয় এবং স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।