ঢাকা 5:59 pm, Monday, 4 August 2025

মেঘনায় নিষিদ্ধ জালসহ জেলে আটক, ৪ জনের অর্থদন্ড

  • Reporter Name
  • Update Time : 10:46:32 pm, Saturday, 13 January 2024
  • 8 Time View

চাঁদপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জালসহ আটক ৩ জেলে এবং একজন জাটকা ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনার পর বিকেলে বড় স্টেশন মাছঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম জাহিদ হাসান।

জেলা টাস্কফোর্স মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৫ কেজি জাটকা ও অন্যান্য মাছ, ১টি বেহুন্দি জাল এবং ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেন।

অভিযানে অংশগ্রহণকারী জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, জেলা টাস্কফোর্সের বিশেষ কম্বিং অপারেশনের প্রথম ধাপের তৃতীয় দিনের অভিযান পরিচালিত হয়। মেঘনা মোহনাসহ আশপাশের এলাকার অভিযানে ১টি বেহুন্দি জাল এবং ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোবাইল কোর্টে ৩ জনের ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বড় স্টেশন মাছঘাট এলাকায় জব্দ করা হয় ৫০ কেজি জাটকা। ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, জাটকাসহ জব্দ অন্যান্য ৫৫ কেজি মাছ স্থানীয় মাদরাসা, এতিমখানা ও জেলখানায় বিতরণ করা হয়। জব্দকৃত কারেন্ট ও বেহুন্দি জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ, সহকারী পরিচালক মো. সুলতান মাহমুদ, ইলিশ প্রকল্প সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মুশফিকুর রহমান, নৌ পুলিশ এবং কোস্ট গার্ড চাঁদপুরের দুটি দল সার্বিক সহযোগিতা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে শহীদ আজাদ সরকারের নামে স্মৃতিফলক উদ্বোধন

মেঘনায় নিষিদ্ধ জালসহ জেলে আটক, ৪ জনের অর্থদন্ড

Update Time : 10:46:32 pm, Saturday, 13 January 2024

চাঁদপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জালসহ আটক ৩ জেলে এবং একজন জাটকা ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনার পর বিকেলে বড় স্টেশন মাছঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম জাহিদ হাসান।

জেলা টাস্কফোর্স মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৫ কেজি জাটকা ও অন্যান্য মাছ, ১টি বেহুন্দি জাল এবং ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেন।

অভিযানে অংশগ্রহণকারী জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, জেলা টাস্কফোর্সের বিশেষ কম্বিং অপারেশনের প্রথম ধাপের তৃতীয় দিনের অভিযান পরিচালিত হয়। মেঘনা মোহনাসহ আশপাশের এলাকার অভিযানে ১টি বেহুন্দি জাল এবং ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোবাইল কোর্টে ৩ জনের ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বড় স্টেশন মাছঘাট এলাকায় জব্দ করা হয় ৫০ কেজি জাটকা। ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, জাটকাসহ জব্দ অন্যান্য ৫৫ কেজি মাছ স্থানীয় মাদরাসা, এতিমখানা ও জেলখানায় বিতরণ করা হয়। জব্দকৃত কারেন্ট ও বেহুন্দি জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ, সহকারী পরিচালক মো. সুলতান মাহমুদ, ইলিশ প্রকল্প সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মুশফিকুর রহমান, নৌ পুলিশ এবং কোস্ট গার্ড চাঁদপুরের দুটি দল সার্বিক সহযোগিতা করেন।