পবিত্র কোরআন মাজিদের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হয়েছেন সুম্মিয়া আলম সারা। সে হাজীগঞ্জ বাজারস্থ জিন-নূরাইন মহিলা মাদরাসা থেকে হেফজ সম্পন্ন করেন। হাফেজা হওয়ায় খুশি তার বাবা-মা, সহপাঠী ও শিক্ষকরা। তার সাথে আরো ৫ শিক্ষার্থী ওই মাদরাসা থেকে পবিত্র কোরআন মাজিদ মুখস্থ করেন।
সারা হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ ও লুনা আলম দম্পতির সন্তান। তাদের এক মেয়ে ও এক ছেলের মধ্যে সুম্মিয়া আলম সারা বড় মেয়ে। বাবা-মায়ের ইচ্ছে পূরণে সুম্মিয়া আলম সারাকে ছোটবেলা থেকেই পবিত্র কোরআনের হাফেজা হওয়ার স্বপ্ন ছিল এবং ১৮ বছরেই সে স্বপ্ন পূরণ হয়।
এদিকে সুম্মিয়া আলম সারার পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করায় আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে শুকুর আলম শুভ বলেন, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। দোয়া করি সে আরো অনেকদূর এগিয়ে যাক। এ সময় তিনি মাদরাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং সারার জন্য সকলের দোয়া কামনা করেন।
উল্লেখ্য, সুম্মিয়া আলম সারা হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের কাশারী বাড়ির বীরমুক্তিযোদ্ধা মরহুম ফজলুল হকের নাতিন। তার বাবা শুকুর আলম শুভ একজন ব্যবসায়ী ও রাজনীতিবীদ। বাবার উৎসাহ ও অনুপ্রেরণায় এবং সারার প্রচেষ্টায় ও শিক্ষকদের আন্তরিকতায় সে হেফজ সম্পন্ন করে।