হাজীগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ পরবর্তী সময়ে ছাত্রলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য দেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগের অনবদ্য ভূমিকা পালন করায় ছাত্রলীগ নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫২ ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা সংগ্রামসহ দেশের সকল ক্লান্তিলগ্নে ছাত্রলীগ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়মিত লেখাপড়া করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আরিফ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন তপাদার।
বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অর্থ বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম, টেলিকনফারেন্সে বক্তব্য দেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির হোসেন ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সহ-সভাপতি মাসুম হাছান ফয়সাল প্রমুখ।
পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী হাসানুজ্জামান রাজুর উপস্থাপনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় পৌর ছাত্রলীগের সহ-সভাপতি মিরাজুল ইসলাম সরোয়ার, তানভীর চৌধুরী, নোমান হোসেন ওমর ফারুক মিয়া ও নুর হোসেন নুরু উপস্থিত ছিলেন।
এছাড়াও পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর পাটোয়ারী, মেহরাব হোসেন অপি, সাংগঠনিক সম্পাদক বাপ্পী মজুমদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রাকিব, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলাউদ্দিন হোসেন আল-আমিন, সহ-সম্পাদক আলম আমিন বেপারীসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।