ঢাকা 3:10 am, Saturday, 23 August 2025

হাজীগঞ্জে বিজ্ঞান মেলায় উদ্ভাবন স্বীকৃতিতে সুনির্মল দেউরীর প্রথম স্থান অর্জন

  • Reporter Name
  • Update Time : 04:38:40 pm, Wednesday, 31 January 2024
  • 35 Time View

হাজীগঞ্জে বিজ্ঞান মেলায় উদ্ভাবন স্বীকৃতিতে সুনির্মল দেউরীর প্রথম স্থান অর্জন

হাজীগঞ্জে অনুষ্ঠিত ৪৫ তম বিজ্ঞান মেলায় বিশেষ গ্রুপে’ সেরা উদ্ভাবনের স্বীকৃতি অর্জন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী। উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণ করে তিনি প্রথম স্থান অর্জন করেন।

এদিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ উপলক্ষ্যে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিশেষ গ্রুপে তিনি তাঁর উদ্ভাবিত ‘এডুকেশন ম্যানেজমেন্ট এ্যাপ হাজীগঞ্জ’ (ইএমএএইচ) উপস্থাপন করে এ স্বীকৃতি অর্জন করেন।

মেলা শেষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের হাতে থেকে পুরস্কার গ্রহণ করেন সুনির্মল দেউরী। পরবর্তীতে তিনি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

জানা গেছে, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী তাঁর নিজস্ব উদ্যোগ ও প্রচেষ্টায় ‘এডুকেশন ম্যানেজমেন্ট এ্যাপ হাজীগঞ্জ’ (ইএমএএইচ) নামক এ্যাপটি উদ্ভাবন করেন। এই এ্যাপের মাধ্যমে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদরাসার সকল তথ্য পাওয়া যাবে।

এর মধ্যে উল্লেখযোগ্য হল- শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, যাতায়াতের নির্দেশনাবলী, ওয়েবসাইট লিংক, মেইল, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য, ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং কমিটির পূর্ণাঙ্গ পরিচিতি, স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষকদের ফোন নম্বর ও পরিচিতিসহ বিস্তারিত তথ্য।

এছাড়া সর্বশেষ পাবলিক পরীক্ষার ফলাফল, উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের বিস্তারিত তথ্য, স্থানীয় সরকার, জেলা শিক্ষা অফিস, জেলা প্রশাসক, মাউশি কুমিল্লা অঞ্চলের বিস্তারিত বর্ণনাসহ বিভিন্ন বিষয় তুলে আনা হয়েছে এ্যাপসটিতে।

অর্থাৎ এই এ্যাপের মাধ্যমে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষামূলক তথ্য পাওয়া যাবে। যা সময়ের সাথে সাথে নিয়মিত তথ্য পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনির্মল দেউরী।

এদিকে তাঁর এ অর্জনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিচারকবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও সহকর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় প্লে-স্টোর থেকে এডুকেশন ম্যানেজমেন্ট এ্যাপ হাজীগঞ্জ’ (ইএমএএইচ) এ্যাপটি ইন্সটল করার অনুরোধ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা: অন্তর্বর্তী সরকার

হাজীগঞ্জে বিজ্ঞান মেলায় উদ্ভাবন স্বীকৃতিতে সুনির্মল দেউরীর প্রথম স্থান অর্জন

Update Time : 04:38:40 pm, Wednesday, 31 January 2024

হাজীগঞ্জে অনুষ্ঠিত ৪৫ তম বিজ্ঞান মেলায় বিশেষ গ্রুপে’ সেরা উদ্ভাবনের স্বীকৃতি অর্জন করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী। উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় অংশগ্রহণ করে তিনি প্রথম স্থান অর্জন করেন।

এদিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ উপলক্ষ্যে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিশেষ গ্রুপে তিনি তাঁর উদ্ভাবিত ‘এডুকেশন ম্যানেজমেন্ট এ্যাপ হাজীগঞ্জ’ (ইএমএএইচ) উপস্থাপন করে এ স্বীকৃতি অর্জন করেন।

মেলা শেষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলের হাতে থেকে পুরস্কার গ্রহণ করেন সুনির্মল দেউরী। পরবর্তীতে তিনি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

জানা গেছে, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী তাঁর নিজস্ব উদ্যোগ ও প্রচেষ্টায় ‘এডুকেশন ম্যানেজমেন্ট এ্যাপ হাজীগঞ্জ’ (ইএমএএইচ) নামক এ্যাপটি উদ্ভাবন করেন। এই এ্যাপের মাধ্যমে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদরাসার সকল তথ্য পাওয়া যাবে।

এর মধ্যে উল্লেখযোগ্য হল- শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান, যাতায়াতের নির্দেশনাবলী, ওয়েবসাইট লিংক, মেইল, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য, ম্যানেজিং কমিটি কিংবা গভর্নিং কমিটির পূর্ণাঙ্গ পরিচিতি, স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষকদের ফোন নম্বর ও পরিচিতিসহ বিস্তারিত তথ্য।

এছাড়া সর্বশেষ পাবলিক পরীক্ষার ফলাফল, উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরের বিস্তারিত তথ্য, স্থানীয় সরকার, জেলা শিক্ষা অফিস, জেলা প্রশাসক, মাউশি কুমিল্লা অঞ্চলের বিস্তারিত বর্ণনাসহ বিভিন্ন বিষয় তুলে আনা হয়েছে এ্যাপসটিতে।

অর্থাৎ এই এ্যাপের মাধ্যমে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষামূলক তথ্য পাওয়া যাবে। যা সময়ের সাথে সাথে নিয়মিত তথ্য পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সুনির্মল দেউরী।

এদিকে তাঁর এ অর্জনে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিচারকবৃন্দ, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ ও সহকর্মীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় প্লে-স্টোর থেকে এডুকেশন ম্যানেজমেন্ট এ্যাপ হাজীগঞ্জ’ (ইএমএএইচ) এ্যাপটি ইন্সটল করার অনুরোধ জানান।