ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুন-নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ আফ্রিকা ও জর্জিয়ার অভিনন্দন

  • Reporter Name
  • Update Time : ০৫:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪
  • ৫৪ Time View

অনলাইন নিউজ ডেস্ক :

বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি।

রামাফোসার বার্তা

শেখ হাসিনার কাছে পাঠানো অভিনন্দন বার্তায় রামাফোসা লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানানোর অনুমতি দিন।’

রামাফোসা উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সঙ্গে সংহতি, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে শক্তিশালী সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেয়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণে প্রতিফলিত স্থির অগ্রগতিতে আমি উৎসাহিত হয়েছি।’ রামাফোসা বলেন, ‘গত আগস্টে ব্রিকস-আফ্রিকা আউটরিচ ও ব্রিকস প্লাস ডায়ালগে আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) উপস্থিতির কারণে তা আরও মজবুত হয়েছে।’

রামাফোসা বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, দক্ষিণ আফ্রিকা দুই দেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক দ্বিপক্ষীয় সম্পর্কের আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’ শেখ হাসিনার অব্যাহত সুস্বাস্থ্য কামনা করেন রামাফোসা। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের বন্ধনকে আরও জোরদার ও সুসংহত করার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন।

ইরাকলির বার্তা

শুভেচ্ছাবার্তায় ইরাকলি লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় জর্জিয়া সরকার ও আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।’

জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটা দেখে আনন্দিত যে আমাদের দুই দেশ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।’ ইরাকলি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে অভিন্ন স্বার্থের সব ক্ষেত্রে বর্তমান সম্পর্ক জোরদার হতে থাকবে।’

ব্রিটিশ মন্ত্রীর অভিনন্দন

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের মন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান রিচার্ড হোল্ডেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়া পৌরসভার কোয়া নূর ই মদিনা জামে মসজিদের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পুন-নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দক্ষিণ আফ্রিকা ও জর্জিয়ার অভিনন্দন

Update Time : ০৫:১৩:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪

অনলাইন নিউজ ডেস্ক :

বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাশভিলি।

রামাফোসার বার্তা

শেখ হাসিনার কাছে পাঠানো অভিনন্দন বার্তায় রামাফোসা লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় আপনাকে (শেখ হাসিনা) দক্ষিণ আফ্রিকার সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানানোর অনুমতি দিন।’

রামাফোসা উল্লেখ করেন, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সঙ্গে সংহতি, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে শক্তিশালী সম্পর্ককে বিশেষভাবে গুরুত্ব দেয়।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালীকরণে প্রতিফলিত স্থির অগ্রগতিতে আমি উৎসাহিত হয়েছি।’ রামাফোসা বলেন, ‘গত আগস্টে ব্রিকস-আফ্রিকা আউটরিচ ও ব্রিকস প্লাস ডায়ালগে আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) উপস্থিতির কারণে তা আরও মজবুত হয়েছে।’

রামাফোসা বলেন, ‘আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, দক্ষিণ আফ্রিকা দুই দেশের মধ্যে পারস্পরিক সুবিধাজনক দ্বিপক্ষীয় সম্পর্কের আরও সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ।’ শেখ হাসিনার অব্যাহত সুস্বাস্থ্য কামনা করেন রামাফোসা। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের বন্ধনকে আরও জোরদার ও সুসংহত করার আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন।

ইরাকলির বার্তা

শুভেচ্ছাবার্তায় ইরাকলি লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্নির্বাচিত হওয়ায় জর্জিয়া সরকার ও আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সাফল্য কামনা করছি।’

জর্জিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এটা দেখে আনন্দিত যে আমাদের দুই দেশ পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে।’ ইরাকলি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে অভিন্ন স্বার্থের সব ক্ষেত্রে বর্তমান সম্পর্ক জোরদার হতে থাকবে।’

ব্রিটিশ মন্ত্রীর অভিনন্দন

বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের মন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান রিচার্ড হোল্ডেন।