শিরোনাম:
সরকারি ভাতার কার্ডে বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে ৩৫০ টাকা করে নেওয়ার অভিযোগ মতলব উত্তরের হাজীপুর কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটি ঘোষণা মতলব উত্তরের মেঘনায় বিশেষ কম্বিং অপারেশনে বেহুন্দি জাল জব্দ মুদাফর রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল হাজীগঞ্জে বিদ্যুস্পৃষ্টে উদ্যোক্তা যুবকের মৃত্যু সড়ক দুর্ঘটনায় নিহত হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মনির কাজীর ছেলের দাফন সম্পন্ন, আহতদের সুস্থতা কামনায় দোয়া বর্ধিত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার দাবি জামায়াতের স্বামী পরিত্যক্তা শাহেরা বেগম জমি ক্রয় করে তার সন্তাদের নিয়ে নিরাপত্তাহীনতায় দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতি নিহত হাজীগঞ্জে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে মুসুল্লী ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাত লাখ ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ২০ মে, ২০২৪

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উখিয়ার পাটোয়ারটেক এলাকায় একটি পাজেরো জিপ থেকে সাত লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সোয়া দুইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন টেকনাফ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়ার মোহাম্মদ আলীর ছেলে আবদুল আমিন (৪০), দিল মোহাম্মদের ছেলে জাফর আলম (২৬); গোদারবিল গ্রামের আবু ছৈয়দের ছেলে মো. আবদুল্লাহ (৩৫), মোহাম্মদ কাশেমের ছেলে নুরুল আবছার (৩৪)।

ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় আজ সোমবার দুপুরে র‍্যাব-১৫ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে র‍্যাব। এতে ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শরিফুল আহসান, সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী উপস্থিত ছিলেন।

র‍্যাব কর্মকর্তা মো. শরিফুল আহসান বলেন, ইয়াবা বড়ির চালানটি ঢাকায় পাচার করা হচ্ছিল। মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও সেখান থেকে টেকনাফের মাদক কারবারিরা ইয়াবার চালানটি দেশে নিয়ে আসেন। তিনি আরও বলেন, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সৈকত অংশে তল্লাশিচৌকি স্থাপন করে। সেখানে পাজেরো জিপটিকে থামার নির্দেশ দেওয়া হয়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তিরা নির্দেশনা অমান্য করে পালানোর চেষ্টা করেন। ধাওয়া দিয়ে গাড়িটি আটকের পর তল্লাশি চালিয়ে সাত লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা।

র‌্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বলেন, রাখাইন রাজ্যের সিরাজ নামের এক ব্যক্তির কাছ থেকে আবদুল আমিন এসব ইয়াবা সংগ্রহ করেন। আবদুল আমিন একসময় মুদিদোকানি ছিলেন। এরপর গরু ব্যবসার আড়ালে ইয়াবা বড়ি পাচার করে তিনি এখন কোটিপতি। গ্রেপ্তার মো. আবদুল্লাহ তাঁর ভাগনে। পাজেরো জিপটির মালিক মো. আবদুল্লাহ। আবদুল আমিনের বিরুদ্ধে ১১টি এবং অন্যদের বিরুদ্ধে ২ থেকে ১০টি পর্যন্ত মাদকের মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মামলার পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠার পর র‍্যাব-১৫ শতাধিক অভিযানে ৩ কোটি ২ লাখ ৯৮ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১