চিকিৎসার জন্য ভারতে গেলেন হাজীগঞ্জের বিএনপি নেতা ইবনে মিজান রনি। গতকাল মঙ্গলবার (২১ মে) সকালে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটের মাধ্যমে ভারতের উদ্দেশ্যে রওনা দেন। তিনি ভারতের হায়দারবাদে এজিআই হসপিটালে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিবেন।
এ দিকে সময় স্বল্পতার কারণে ইবনে মিজান রনি তাঁর নিকট আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের কাছে বলে আসতে পারেন নি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর সুস্থতায় সকলের দোয়া কামনা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইবনে মিজান রনি শারীরিকভাবে অসুস্থ। তিনি রাজধানীর বিভিন্ন হাসপাতালে একাধিক চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। কিন্তু কাঙ্খিত সুস্থ না হওয়ার কারণে তিনি উন্নত চিকিৎসার জন্য ভারত গেছেন। তাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন, এজন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবার।