মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
মুসলমানদের অন্যতম সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজহা পালিত হবে আগামিকাল সোমবার (১৭ জুন)। ইতিমধ্যে ঈদের আনন্দ উপভোগ করতে বাংলাদেশী মুসলিম উম্মাহ যার যার সাধ্য অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। যারা কোরবানি দিবেন, তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই নিজ নিজ পছন্দের কোরবানির পশু ক্রয় করেছেন। আর যারা বাকি রয়েছেন, তারা আজকের মধ্যেই ক্রয় করবেন।
এদিকে ঈদকে সামনে রেখে চারদিকে উৎসবের আমেজ এবং সবার মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। প্রতি বছরের ন্যায় এ বছরও জেলার অন্যতম বৃহৎ ধর্মীয় প্রতিষ্ঠান হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে পবিত্র ঈদ-উল আজহার নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৬ টায়। ইমামতি করবেন, মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মোহাম্মদ আব্দুর রউফ।
ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন, মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মো. আনাছ এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০ টায়। ইমামতি করবেন, সহকারী ইমাম মুফতি মো. এমদাদ উল্যাহ্। বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ।
তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতরের ৩টি জামায়াতকে সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় মুসলিম উম্মাহসহ সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদ-উল আজহার শুভেচ্ছা জানান।