নিষিদ্ধ জালে মাছ ধরায় ৬ জেলে গ্রেপ্তার

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শনিবার, ২২ জুন, ২০২৪

চাঁদপুর মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরায় ৬ জেলেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুছলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তার জেলেরা হলেন-মো. তাজুল ইসলাম (৫৫), মো. মিজান মৈসাল (১৯), মো. জুম্মুন হাওলাদার (২০), আসলাম লস্কর (১৯), মো. রাশেদ মিজি (২০) ও  মো. রায়হান মৈসাল (১১)। এদের বাড়ী শরীয়তপুর জেলার সখিপুর থানার বিভিন্ন এলাকায়।

ওসি মনিরুজ্জামান বলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন বালা ও সঙ্গীয় ফোর্স আজ সকালে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার ও বাঁশগাড়ী নামক এলাকার মাঝমাঝি স্থানে অভিযান পরিচালনা করে।

এ সময় নিষিদ্ধ কারেন্টজালে মাছ ধরার কারণে এসব জেলেদের গ্রেপ্তার করেন। একই সময় জেলেদের হেফাজতে থাকে দুটি কাঠের নৌকা এবং ১ হাজার ৫শ’ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়।

ওসি আরো বলেন, গ্রেপ্তার জেলেদের মধ্যে ৫জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা এবং বাকি একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়। জব্দকৃত কারেন্টজাল ও দুটি নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭