ঢাকা 2:08 am, Monday, 8 September 2025

হাজীগঞ্জে দুর্ঘটনার ৮দিন পর আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 01:00:19 pm, Monday, 1 July 2024
  • 27 Time View

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী রবিউল আউয়াল রিয়াদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিন রাতেই জানাযা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত রবিউল আউয়াল রিয়াদ উপজেলার বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের মাস্টার বাড়ির মৃত বাদলের ছেলে। এর আগে ঈদের তৃতীয় দিন (১৯ জুন) বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দেবপুর বাজার আসার পথে দেবপুর-রাজারগাঁও সড়কে একটি অটোরিকশার সাথে মোটারসাইকেলের মুখোমুখি সংর্ঘষে সে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা আহত রবিউল আউয়াল রিয়াদকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।

পরবর্তীতে ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কাছে হেরে গেলেন রিয়াদ। মৃত্যু হয় রাজধানীর একটি হাসপাতালে। স্থানীয়রা জানান, রিয়াদ প্রবাসী ছিলেন। তিনি দেশে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ঈদ পরবর্তীতে শশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেবপুর বাজার আসার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হয় তার মোটরসাইকেলটি।

এ দিকে রবিউল আউয়াল রিয়াদের অকাল মৃত্যুতে তার পরিবার ও শশুর বাড়িসহ নিকট আত্মীয়-স্বজন ও এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন, ওই ইউনিয়নে বাড়ি সংবাদকর্মী এ.এস.এম কামরুজ্জামান টুটুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

হাজীগঞ্জে দুর্ঘটনার ৮দিন পর আহত মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Update Time : 01:00:19 pm, Monday, 1 July 2024

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী রবিউল আউয়াল রিয়াদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিন রাতেই জানাযা শেষে নিজ বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত রবিউল আউয়াল রিয়াদ উপজেলার বাকিলা ইউনিয়নের চতন্তর গ্রামের মাস্টার বাড়ির মৃত বাদলের ছেলে। এর আগে ঈদের তৃতীয় দিন (১৯ জুন) বাড়ি থেকে মোটরসাইকেল যোগে দেবপুর বাজার আসার পথে দেবপুর-রাজারগাঁও সড়কে একটি অটোরিকশার সাথে মোটারসাইকেলের মুখোমুখি সংর্ঘষে সে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা আহত রবিউল আউয়াল রিয়াদকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করেন।

পরবর্তীতে ৮দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কাছে হেরে গেলেন রিয়াদ। মৃত্যু হয় রাজধানীর একটি হাসপাতালে। স্থানীয়রা জানান, রিয়াদ প্রবাসী ছিলেন। তিনি দেশে এসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ঈদ পরবর্তীতে শশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেবপুর বাজার আসার পথে সড়ক দুর্ঘটনায় পতিত হয় তার মোটরসাইকেলটি।

এ দিকে রবিউল আউয়াল রিয়াদের অকাল মৃত্যুতে তার পরিবার ও শশুর বাড়িসহ নিকট আত্মীয়-স্বজন ও এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন, ওই ইউনিয়নে বাড়ি সংবাদকর্মী এ.এস.এম কামরুজ্জামান টুটুল।