মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জের সাজাপ্রাপ্ত আসামি মো. জাকির হোসেন শাহীনকে (৩৮) ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ষোলঘর বিটি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি শাহীন হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উচ্চঙ্গা মুন্সী বাড়ির নুরুল আমিনের ছেলে। তার বিরুদ্ধে গত বছরের একটি মামলায় (জিআর- ২৩৯/২৩৩) তিন বছর সাজা প্রদান করে আদালত। সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের দিক-নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিশ^জিৎ চন্দ্র দে সাজাপ্রাপ্ত আসামি মো. জাকির হোসেন শাহীনকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর (বুধবার) ৮’শ পিস ইয়াবা ট্যাবলটসহ মো. জাকির হোসেন শাহীন ও চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও গ্রামের গাজী বাড়ির নুরুল ইসলাম কালু গাজীর ছেলে মো. আজাদ গাজীকে আটক করেন, তৎকালীন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরী।
জাকির হোসেন শাহীন হাজীগঞ্জ সদর ইউনিয়ন পশ্চিম শাখা যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। ইয়াবাসহ আটকের পরের দিন ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল।