হাজীগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শনিবার, ২৭ জুলাই, ২০২৪

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে তফুরের নেছা বেগম নামের এক বৃদ্ধার (১০২) মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁও গ্রামের চকিদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া বৃদ্ধা একই গ্রামের আমির উদ্দিন ভুঁইয়া বাড়ির মৃত নওয়াব আলী ভুঁইয়ার স্ত্রী।

জানা গেছে, তফুরের নেছার স্বামীর বাড়ি ও বাবার বাড়ি ওই ইউনিয়নের একই গ্রামে এবং বাবার বাড়ি ও স্বামীর বাড়ি কাছাকাছি। শুক্রবার বিকালে তিনি বাবার বাড়িতে (চকিদার বাড়ি) বেড়াতে গিয়েছিলেন। শনিবার সকালে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে (আমির উদ্দিন ভুঁইয়া বাড়ি) ফেরার পথে নিখোঁজ হন।

এরপর বাবার বাড়ি ও স্বামীর বাড়ির স্বজনেরা তাঁকে খুঁজতে বের হন। খোঁজাখুঁজির এক পর্যায়ে চকিদার বাড়ি (বৃদ্ধার বাবার বাড়ি) সংলগ্ন একটি পুকুরে ভাসতে দেখে বৃদ্ধা তফুরের নেছাকে উদ্ধার করে স্থানীয় একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, তফুরের নেছা শতবর্ষী হলেও তিনি একা হাঁটা-চলা ও খাওয়া-দাওয়া করতে পারতেন। শনিবার সকালে তিনি বাবার বাড়ির সংগল্ন পুকুর পাড় দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরের পাড় সরূ এবং বৃষ্টিতে কাঁচা মাটি পিচ্ছিল হওয়ায় তিনি পা পিচলে পুকুরে পড়ে পানিতে তলিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, নিহত বৃদ্ধা তফুরের নেছার পরিবারের অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়ার মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭