স্টাফ রিপোর্টার:
হাজীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (২ ডিসেম্বর) দিবাগত রাতে পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের এনায়েতপুর এলাকা থেকে তাদের দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার কোতওয়ালী থানার নুরপুর এলাকার মৃত সেলিমের ছেলে রাশেদ (২২) ও তেলিকোনা চকবাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান (২৪)।
থানা সূত্রে জানা গেছে, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অস্ত্র নিয়ে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহসহ সঙ্গীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় দু’জনকে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে আটক করে।
জব্দকৃত অস্ত্রের মধ্যে দুইটি লোহার রড, একটি কাঁচি ও দুইটি চেনি (দা) রয়েছে। সোমবার আটক ডাকাত দলের সদস্য রাশেদ ও মেহেদী হাসানের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের এবং ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। তিনি জানান, ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করায় আটক দু’জনের নামে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।