• বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
লংমার্চ থেকে ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির ফরিদগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীদের বোর্ড ও কেন্দ্র ফি দিলো ‘বন্ধন-১২’ ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত য়ৌথবাহিনীর অভিযানে চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ কারবারি আটক চাঁদপুরে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার কর্মী হোসেন মোল্লা লিটন বললেন মানব কল্যাণেই গৃহিত হচ্ছে মানবাধিকার হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত সাংবাদিক মিরাজ মুন্সীর বোনের দাফন সম্পন্ন বড়কুল পূর্ব ইউনিয়নে বিদেশীদের সহযোগিতায় সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভারতীয় নায়িকা ‘রাশমিকার সৌন্দর্য’ নিয়ে ওয়াজ করায় ক্ষমা চাইলেন আমির হামজা চাঁদপুরে ৫৫ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ৬০ হাজার টাকা

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ২টি জটিল অপারেশন, চিকিৎসকদের প্রশংসা

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একদিনে ২টি সফল অস্ত্রোপচারের মাধ্যমে ২জন অস্বচ্ছল ও অসহায় পরিবারের মানুষ উপকৃত হয়েছেন। এর মধ্যে একজনের মূত্রথলির পাথর এবং অন্যজনের এপেন্ডিসাইটিসের অপারেশন করা হয়। অস্ত্রোপচারের পাশাপাশি তাদেরকে সরকারিভাবে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রায় আড়াই ঘন্টা ব্যাপি হাজীগঞ্জ পৌরসভাধীন ১নং ওয়ার্ড বলাখাল এলাকার বাসিন্দা মো. আব্দুস ছোবহানের (৬৫) মূত্রথলির পাথর ও চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের চরবাকিলা গ্রামের কিশোর মো. কাউছার হোসেনের (১৪) এপেন্ডিসাইটিসের অপরাশেন করা হয়।

অপারেশনকৃত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে চিকিৎসকদের তত্ত্বাবধানে এবং তারা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছেন। এদিকে বিষয়টি জানার পর হাসপাতালে আগত রোগি ও তাদের স্বজনসহ স্থানীয় ও এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন স্বাস্থ্য কর্মকর্তাসহ চিকিৎসক ও হাসপাতাল সংশ্লিষ্টরা।

জানা গেছে, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত নরমাল ডেলিভারীসহ সিজারিয়ান অপারেশন এবং প্রতি সোমবার অন্যান্য রোগীদের জটিল ও কঠিন রোগসমূহের অপারেশ করা হয়। এর ধারাবাহিকতায় সোমবার আব্দুস ছোবহানের মূত্রথলি থেকে পাথর ও কাউছার হোসেনের এপেন্ডিসাইটের অপারেশন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসানের (ইউএইচএফপিও) সার্বিক তত্ত্বাবধানে অপারেশন কার্যক্রম পরিচালনা করেন, মেডিকেল অফিসার ও ইউরোলজিস্ট ডা. মো. মমিনুল হায়দার এবং মেডিকেল অফিসার ও নিউরোসার্জন ডা. মুহাম্মাদ সাইফুল ইসলাম। এর আগে রোগীদের অজ্ঞান কার্যক্রম পরিচালনা করেন, মেডিকেল অফিসার ও এনাস্থেসিস্ট ডা. আবিদা সুলতানা।

এছাড়াও অপারেশন টিমে ছিলেন, মেডিকেল অফিসার ও মেডিসিন বিশেষজ্ঞা ডা. মোহাম্মদ মহিবুল আলম রুবেলসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেবিকা (নার্স) হালিমা ও বৃষ্টি। বর্তমানে আব্দুস ছোবহান ও কাউছার হোসেন সুস্থ আছেন এবং তারা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

কথা হয় প্রসূতি চিকিৎসাধীন আব্দুস ছোবহান ও কাউছার হোসেন এবং তাদের পরিবারের সাথে। তারা সবাই চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এতো ভালো চিকিৎসা হাসপাতালে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) পাবো। তা তারাই কখনোই ভাবেন নি। এজন্য তারা সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান।

এ ব্যাপারে কথা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আহমেদ তানভীর হাসানের সাথে। তিনি ওটি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, অপরাশেনকৃত দুইজনেই সুস্থ আছেন।

তিনি বলেন, মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের সুবিধায় ইতোমধ্যে চাহিদার প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতির পেয়ে আগের চেয়ে একটু বেশি সেবা দিতে পারছি। সেবার মান বৃদ্ধি করতে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি। আশাকরি, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে স্বপ্নের স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১