• বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
লংমার্চ থেকে ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির ফরিদগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীদের বোর্ড ও কেন্দ্র ফি দিলো ‘বন্ধন-১২’ ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত য়ৌথবাহিনীর অভিযানে চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ কারবারি আটক চাঁদপুরে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার কর্মী হোসেন মোল্লা লিটন বললেন মানব কল্যাণেই গৃহিত হচ্ছে মানবাধিকার হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত সাংবাদিক মিরাজ মুন্সীর বোনের দাফন সম্পন্ন বড়কুল পূর্ব ইউনিয়নে বিদেশীদের সহযোগিতায় সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভারতীয় নায়িকা ‘রাশমিকার সৌন্দর্য’ নিয়ে ওয়াজ করায় ক্ষমা চাইলেন আমির হামজা চাঁদপুরে ৫৫ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ৬০ হাজার টাকা

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত সাংবাদিক মিরাজ মুন্সীর বোনের দাফন সম্পন্ন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ হাবীব উল্যাহ্:

হাজীগঞ্জে সাংবাদিক এসএম মিরাজ মুন্সীর বড় বোন নাজমুন নাহার মুন্সীর (৫০) দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে এদিন বিকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি পৌরসভাধীন ১১নং ওয়ার্ড রান্ধুনীমূড়া এলাকার মুন্সী বাড়ির মৃত মাসুদ রানার স্ত্রী।

জানা গেছে, গত তিন মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে প্রায় বিছানাবন্দী ছিলেন নাজমুন নাহার মুন্সী। তিনি প্রতিদিন আগুন পোহাতেন। গত রোববার ভোররাতে আগুন পোহাতে গিয়ে তিনি অগ্নিদগ্ধ হয়ে পড়েন। কিন্তু তিনি শারিরিকভাবে নড়া-ছড়া করতে না পারায় এবং পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকার কারণে তার পুরো শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় টের পেয়ে তার ছেলে দীপু তাকে উদ্ধার করে। এসময় দীপুও অগ্নিদগ্ধ হয়ে পড়ে।

পরে তার ডাক-চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা দুইজনকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেপার করা হয়। গত চারদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন নাজমুন নাহার মুন্সী এবং মঙ্গলবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ দিকে নাজমুন নাহার মুন্সীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা। এসময় আহত দীপুর সুস্থতা কামনা করেন তারা।

এছাড়াও মরহুমের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। উল্লেখ্য, নিহত নাজমুন নাহার মুন্সী একজন সমাজকর্মী ও শিক্ষক ছিলেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিক রোগে ভুগছিলেন এবং ডায়াবেটিকে আক্রান্ত হয়ে তিনি গত তিন মাস ধরে গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে প্রায় বিছানা বন্দি ছিলেন। সবশেষ আগুনে তার শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে যায় এবং তিনি তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১