স্টাফ রিপোর্টার:
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫। উদ্বোধনী ম্যাচে ব্রাহ্মনবাড়িয়ার সাথে জয় পেয়েছে চট্টগ্রাম জেলা ক্রিকেট দল।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী ম্যাচে অংশ নেন চট্টগ্রাম ও ব্রাহ্মনবাড়িয়া জেলা জেলা ক্রিকেট দল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগের সহকারী বিভাগীয় ক্রিকেট কোচ শামীম ফারুকী, চট্টগ্রামের টিম ম্যানেজার রাজু, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিসিবির জেলা কোচ রুহুল কুদ্দুস শামীম, ক্রিকেটার মোরসালীনসহ দু’দলের ক্রিকেটার ও কর্মকর্তারা।
বুধবার (১১ ডিসেম্বর) এর ম্যাচে খেলবে ব্রাহ্মনবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দল।