শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়াড় কল্যাণ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান দুলালের সুস্থতা ও প্রয়াত খেলোয়ারদের মাগফের কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাদ জোহর নামাজের পর হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় ও বাংলাদেশ ও সারা বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও বিশেষ দোয়া করা হয়।
হাজীগঞ্জ উপজেলা প্রাক্তন ফুটবল খেলোয়ার কল্যাণ সংগঠনের সভাপতি এমদাদ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন মিয়াজী, দপ্তর সম্পাদক মোঃ মামুন রশিদ স্বপন, ক্রীড়া সম্পাদক ওয়ালিউদ্দিন খোকা, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হাই মানিক মজুমদার, অর্থ সম্পাদক কাজী মনির হোসেন, সদস্য সদস্য মোঃ শাহজাহান তালুকদার, আবুল খায়ের মৃধা মোঃ আকবর কাজী, তাজুল ইসলাম তালুকদার, জহিরুল ইসলাম, মোঃ ইউসুফ আলী, মোঃ নজরুল ইসলাম অভি, জামান হোসেন মিজি ২, মোঃ মনির ভুইয়া, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ইমাম হোসেন চিন্টু, মোঃ জাকির, সফিকুর রহমান, পলাশ ভূঁইয়া, আনোয়ার হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আবুল কালাম আজাদ, মানিক চন্দ্র দাস, আবু বক্কর সিদ্দিক, হুমায়ুন কবির, আব্দুল মমিন কাজী, জাহাঙ্গীর স্যার, জাহাঙ্গীর ছোট, আবুল কাশেম, শাহনেওয়াজ তালুকদার, আনোয়ার হোসেন মিয়াজী, কাজী আলী আকবর, আবু শহীদ গাজী, আবুল কাশেম, মোঃ হুমায়ুন কবির সরদারসহ অন্যান্য সদস্যবৃন্দ,গ ণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।