হাজীগঞ্জে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকালে পত্রিকারটি ১৯ তম বর্ষে পদার্পন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদের সভাপতিত্বে রিপোর্টার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল সুমন।
সভায় সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাপ্তাহিক ত্রিনদীর প্রকাশক ও সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, দৈনিক চাঁদপুর কন্ঠের ব্যুরো ইনচার্জ এএসএম কামরুজ্জামান টুটুল, দৈনিক চাঁদপুর খবরের নিজস্ব প্রতিনিধি মো. হাবিবুর রহমান।
দৈনিক চাঁদপুর খবরের ব্যুরো ইনচার্জ সাইফুল ইসলাম সিফাতের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, হাফেজ মো. নাসিমুল বারী ও গীতা থেকে পাঠ করেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস।
অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জয়, কার্যকরি সদস্য সাইফুল ইসলাম, এনায়েত মজুমদারসহ অন্যান্য অতিথিবৃন্দ ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।