চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. ফাহিম নজরুল নামে (২৮) এক উদ্যোক্তা যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জানুয়ারী) বিকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মিয়া বাড়িতে (গাইন বাড়ি) এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া যুবক ওই বাড়ির অহিদুল ইসলামের ছোট ছেলে।
জানা গেছে, এ দিন বিকালে ফাহিম নিজ খামারে মুরগির খাবার দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ছুটে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ফাহিমের মরদেহ পুলিশি হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মৃত্যুর কারণ জানতে প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।