হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের সর্বতারা গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ভেকুসহ ২জনকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
রবিবার বিকেলে মাাটি কাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে সর্বতারা মাঠ থেকে মাটি কাটার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো মোঃ রবিউল পিতা- মোঃ জাকির, মাতা- বিউটি বেগম ও আবু তাহের পিতা- আলী আক্কাছ, মাতা- হাফেজা বেগম, সর্বসাং- তারাপল্লা, হাজীগঞ্জ, চাঁদপুর। পরে রাতে আটককৃতদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ দিন করে জেল দেয়া হয়।
সোমবার দুপরে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, হাজীগঞ্জ উপজেলায় অবৈধভাবে ড্রেজার বা ভেকু দিয়ে মাটি কেটে কৃষি জমি নষ্ট করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।