ঢাকা 12:40 am, Sunday, 20 July 2025

হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেটে চ্যাম্পিয়ন হাটিলা পশ্চিম ও ভলিবলে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন

  • Reporter Name
  • Update Time : 09:30:44 pm, Tuesday, 21 January 2025
  • 17 Time View

হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাটিলা পশ্চিম ইউনিয়ন ও ভলিবলে চ্যাম্পিয়ন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন। মঙ্গলবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাটিলা পূর্ব ইউনিয়ন।

এর আগে গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টে হাজীগঞ্জ পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন। দুইটি টুর্নামেন্ট পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ পিটিআই মাঠে (বাঘের মাঠ) অনুষ্ঠিত হয়।

ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণি জানান, গত ১৩ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩টি দলের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টের শুরু হয়। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ২১ জানুয়ারী, মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

ভলিবল টুর্নামেন্টের আহবায়ক ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, গত ১২ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩টি দলের অংশগ্রহণে কাবাডি টুর্নামেন্টের শুরু হয়। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১৪ জানুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে গত ২৪ ডিসেম্বর মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, পরিস্কার পরিবেশ ও পরিচ্ছন্ন খেলার মাঠ, মশক নিধন ও জলাশয় পরিচ্ছন্ন কার্যক্রম, পলিথিন বর্জন করে পাটজাত পন্যের ব্যবহার বৃদ্ধিকল্পে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও যুব উদ্যোক্তাদের পন্য প্রদর্শনীর সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়।

এছাড়াও প্লাস্টিক প্রণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী যুবদের মধ্যে থেকে ডেক্রোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, কিশোরী-কিশোরীদের পুষ্টি বিষযক সচেতনতা কার্যক্রম ও নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজন, তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের আয়োজন, পিঠা উৎসব, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সচেতনতামূলক ফটোরিলিজ, তারুণ্যের উৎসব সম্পর্কিত আলোচনা ও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারসহ বেশ কিছু কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওইসব সিদ্ধান্তের আলোকে কর্মসূচী ও টুর্নামেন্টগুলো বাস্তবায়ন করা হয়েছে ও হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কিডনি দান করা সেই স্ত্রীর বিরুদ্ধেই চাঞ্চল্যকর অভিযোগ স্বামীর

হাজীগঞ্জে তারুণ্যের উৎসব ক্রিকেটে চ্যাম্পিয়ন হাটিলা পশ্চিম ও ভলিবলে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন

Update Time : 09:30:44 pm, Tuesday, 21 January 2025

হাজীগঞ্জে মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাটিলা পশ্চিম ইউনিয়ন ও ভলিবলে চ্যাম্পিয়ন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন। মঙ্গলবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাটিলা পূর্ব ইউনিয়ন।

এর আগে গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টে হাজীগঞ্জ পৌরসভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন। দুইটি টুর্নামেন্ট পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ পিটিআই মাঠে (বাঘের মাঠ) অনুষ্ঠিত হয়।

ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক ও উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল গণি জানান, গত ১৩ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩টি দলের অংশগ্রহণে ক্রিকেট টুর্নামেন্টের শুরু হয়। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ২১ জানুয়ারী, মঙ্গলবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

ভলিবল টুর্নামেন্টের আহবায়ক ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, গত ১২ জানুয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৩টি দলের অংশগ্রহণে কাবাডি টুর্নামেন্টের শুরু হয়। এরপর কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল শেষে ১৪ জানুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করে।

উল্লেখ্য, ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে গত ২৪ ডিসেম্বর মাসব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও যুব সংগঠনের অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা, যুব সমাবেশ, পরিস্কার পরিবেশ ও পরিচ্ছন্ন খেলার মাঠ, মশক নিধন ও জলাশয় পরিচ্ছন্ন কার্যক্রম, পলিথিন বর্জন করে পাটজাত পন্যের ব্যবহার বৃদ্ধিকল্পে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ ও যুব উদ্যোক্তাদের পন্য প্রদর্শনীর সিদ্ধান্ত গ্রহণ বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়।

এছাড়াও প্লাস্টিক প্রণ্যের বিকল্প ব্যবহার বিষয়ক কর্মশালা, জুলাই-আগস্ট বিপ্লবে অংশগ্রহণকারী যুবদের মধ্যে থেকে ডেক্রোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান, কিশোরী-কিশোরীদের পুষ্টি বিষযক সচেতনতা কার্যক্রম ও নিউট্রিশন অলিম্পিয়াড আয়োজন, তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের আয়োজন, পিঠা উৎসব, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সচেতনতামূলক ফটোরিলিজ, তারুণ্যের উৎসব সম্পর্কিত আলোচনা ও অনুষ্ঠান সরাসরি সম্প্রচারসহ বেশ কিছু কর্মসূচী বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওইসব সিদ্ধান্তের আলোকে কর্মসূচী ও টুর্নামেন্টগুলো বাস্তবায়ন করা হয়েছে ও হচ্ছে।