শিরোনাম:
জীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের পক্ষ থেকে পদোন্নতি প্রাপ্ত বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলকে সংবর্ধনা বিএনপি নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ চাইছে মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে উপদেষ্টা নাহিদ দেশের স্বার্থে সেনাবাহিনীকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে-সেনাপ্রধান বিবিসি বাংলার সাক্ষাৎকারে মির্জা ফখরুল

সরকারে প্রতিনিধি রেখে শিক্ষার্থীরা নির্বাচনে গেলে মানবে না রাজনৈতিক দলগুলো বাংলাবাজার থেকে ১০ হাজার সরকারি বিনামূল্যের বই’সহ আটক ২ কচুয়ায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অজ্ঞাত পুরুষের সাথে কথা বলছিল মেয়ে, দায়ের কোপে মাথা বিচ্ছিন্ন করলেন বাবা যৌথ বাহিনীর অভিযানে চোরাচালানের মালসহ ‘সমন্বয়ক’ আটক কচুয়ায় দুর্ধর্ষ ডাকাতি ইফতার মাহফিলে ভাংচুর ও চাঁদা দাবির ঘটনায় আ’লীগ নেতা অ্যাড. হেলাল আটক

চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ, যানবাহনে ভাংচুর-আগুন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ছবি-সংগৃহিত।

বুধবার (২০ নভেম্বর) বেতনের দাবিতে সড়ক অবরোধ করে গাজীপুরের জিরানী ও চক্রবর্তী এলাকায় বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা। এ সময় চন্দ্রা-নবীনগর সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকেরা।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে পঞ্চম দিনের মতো আজ সকাল ৯টা থেকে গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এসময় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে কাশিমপুরসহ এলাকার আশপাশের বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বিকল্প পথে দূরপাল্লার যানবাহনসহ অন্যান্য যানবাহন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর বাইপাস হয়ে চলাচল করছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বেক্সিমকোর শ্রমিকেরা যখন আন্দোলন করছিল সে সময় সেনাবাহিনী ও শিল্প পুলিশ আজ বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছিল। সেই কথা অনুযায়ী তাদের বেতন পরিশোধ করা হয়নি। এ কারণে শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করছেন। বেতন–ভাতা না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।

কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা টানা ৫দিন ধরে তাদের অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বেক্সিমকো গ্রুপের জেনারেল ম্যানেজার (প্রশাসন) আব্দুল লতিফ আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন তারা ব্যাংক থেকে আর্থিক সাপোর্ট চেয়েছিলেন, ব্যাংক থেকে এক মাসের টাকা সাপোর্ট পাওয়া গেছে। আগামীকাল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১