বুধবার (২০ নভেম্বর) বেতনের দাবিতে সড়ক অবরোধ করে গাজীপুরের জিরানী ও চক্রবর্তী এলাকায় বিক্ষোভ শুরু করে শ্রমিকেরা। এ সময় চন্দ্রা-নবীনগর সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন ওই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকেরা।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে পঞ্চম দিনের মতো আজ সকাল ৯টা থেকে গাজীপুর মহানগরীর সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। এসময় চন্দ্রা-নবীনগর সড়কে অবস্থান নিলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এতে কাশিমপুরসহ এলাকার আশপাশের বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। বিকল্প পথে দূরপাল্লার যানবাহনসহ অন্যান্য যানবাহন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর বাইপাস হয়ে চলাচল করছে।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার বেক্সিমকোর শ্রমিকেরা যখন আন্দোলন করছিল সে সময় সেনাবাহিনী ও শিল্প পুলিশ আজ বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছিল। সেই কথা অনুযায়ী তাদের বেতন পরিশোধ করা হয়নি। এ কারণে শ্রমিকেরা সকাল থেকে বিক্ষোভ করছেন। বেতন–ভাতা না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না।
কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা টানা ৫দিন ধরে তাদের অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বেক্সিমকো গ্রুপের জেনারেল ম্যানেজার (প্রশাসন) আব্দুল লতিফ আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন তারা ব্যাংক থেকে আর্থিক সাপোর্ট চেয়েছিলেন, ব্যাংক থেকে এক মাসের টাকা সাপোর্ট পাওয়া গেছে। আগামীকাল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।