হাজীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে জায়েদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হকের নেতৃত্বে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) বিকালে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনওকে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী শাহানারা পারভীন, হিসাবরক্ষক মো. সারোয়ার আলম, কার্য-সহকারী পিংকু রানী শীল ও ইলেক্টেশিয়ান মো. আলামিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক হিসেবে বদলি হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারী) বিকালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে জায়েদ হোসেন দায়িত্বভার গ্রহণ করে বিদায়ী ইউএনও’র স্থলাভিষিক্ত হন।