ঢাকা 3:37 pm, Thursday, 4 September 2025

৩শ আসনে প্রার্থী দিবে ইনসানিয়াত বিপ্লব, হাজীগঞ্জে জনসভায় ঘোষণা দিলেন চেয়ারম্যান

  • Reporter Name
  • Update Time : 11:34:10 pm, Saturday, 8 February 2025
  • 35 Time View

দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। দেশে ধর্মের নামে অরাজকতা, ধর্মের নামে অধর্ম উদ্রবাদী সম্প্রধায়িক রাজনীতির প্রভাব পড়ছে। দেশের কোন নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

শনিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের চৌরাস্তায় আয়োজিত মানবতার রাজনীতির উদয় সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশে অর্থনীতি ধ্বংস, প্রকাশ্যে খুন-খারাপি হচ্ছে। এই অবস্থায় মানবতার রাজনীতি একমাত্র মুক্তির পথ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত আমলের মতো যদি প্রহসনের নির্বাচন না হয়, তাহলে সারাদেশে ৩শ আসনে প্রার্থী দিতে প্রস্তুত রয়েছেন ইনসানিয়াত বিপ্লব।

বক্তব্যে তিনি বলেন, বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীর স্বৈররাজনীতি সমগ্র মানবমন্ডলীকে আত্মিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব দিকে ধ্বংস করে দিয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতির শূন্যতায় মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি মানবজীবনকে রক্তের সাগরে ভাসিয়ে দিয়েছে এবং সব রাষ্ট্র ও সারা দুনিয়াকে মানবজীবনের বিরুদ্ধে কারাগার কসাইখানায় পরিনত করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার ও কেন্দ্রিয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিন্তি, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ্, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাওসার, মাঈনউদ্দিন টিটু, মিজানুর রহমান আখন্দ, মাহমুদ হাসান নয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

৩শ আসনে প্রার্থী দিবে ইনসানিয়াত বিপ্লব, হাজীগঞ্জে জনসভায় ঘোষণা দিলেন চেয়ারম্যান

Update Time : 11:34:10 pm, Saturday, 8 February 2025

দেশ ধ্বংসের দিকে যাচ্ছে। দেশে ধর্মের নামে অরাজকতা, ধর্মের নামে অধর্ম উদ্রবাদী সম্প্রধায়িক রাজনীতির প্রভাব পড়ছে। দেশের কোন নিরাপত্তা নেই বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

শনিবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের চৌরাস্তায় আয়োজিত মানবতার রাজনীতির উদয় সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, দেশে অর্থনীতি ধ্বংস, প্রকাশ্যে খুন-খারাপি হচ্ছে। এই অবস্থায় মানবতার রাজনীতি একমাত্র মুক্তির পথ।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিগত আমলের মতো যদি প্রহসনের নির্বাচন না হয়, তাহলে সারাদেশে ৩শ আসনে প্রার্থী দিতে প্রস্তুত রয়েছেন ইনসানিয়াত বিপ্লব।

বক্তব্যে তিনি বলেন, বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদি জাতীয়তাবাদি একক গোষ্ঠীর স্বৈররাজনীতি সমগ্র মানবমন্ডলীকে আত্মিক-রাজনৈতিক-অর্থনৈতিক সব দিকে ধ্বংস করে দিয়েছে।

আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাজনীতির শূন্যতায় মানবতাবিরুদ্ধ একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি মানবজীবনকে রক্তের সাগরে ভাসিয়ে দিয়েছে এবং সব রাষ্ট্র ও সারা দুনিয়াকে মানবজীবনের বিরুদ্ধে কারাগার কসাইখানায় পরিনত করেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহবার ও কেন্দ্রিয় নেতা আরেফ সারতাজ, আবু আবরার চিন্তি, আহমদ শাহ মোর্শেদ, এমদাদ সায়ীফ, ইলিয়াস শাহ্, শেখ নয়ীমুদ্দীন, শেখ হানিফ, রেজাউল কাওসার, মাঈনউদ্দিন টিটু, মিজানুর রহমান আখন্দ, মাহমুদ হাসান নয়ন সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।