বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৬-ফেব্রুয়ারি রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এফ এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে ।
নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ মাঝি ও সদস্য সচিব সামসুল আরেফিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য। চিঠিতে বলা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।
কেন্দ্রের বেঁধে দেওয়া এই সময়সীমার মধ্যেই পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিতে হবে।
নবগঠিত চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটিতে সাবেক জনপ্রিয় ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ মাঝি কে
আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা সামসুল আরেফিন খান কে সদস্য সচিব এবং চাঁদপুর জেলার জনপ্রিয় ছাত্রদল নেতা শামসুল আলম সূর্য কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করায় চাঁদপুর জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গেও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাঝে এক আনন্দ ও উৎসাহিত বিরাজমান লক্ষ করা গেছে।