হাজীগঞ্জে শ্রী শ্রী রাজা লক্ষী নারায়ন জিউর আখড়ায় অনুষ্ঠিত ৪০প্রহর ভুবনমঙ্গল হরিনামযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেছেন, পৌর যুবদলের সদ্য সাবেক আহবায়ক ও আগামি নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মিজানুর রহমান সেলিম। সোমবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে তিনি হাজীগঞ্জ বাজারস্থ আখড়ায় উপস্থিত হয়ে হিন্দু ধর্মালম্বী নেতৃত্ব স্থানীয়দের সাথে কথা বলেন এবং কুশল বিনিময় করেন।
এসময় শ্রী শ্রী রাজা ল²ী নারায়ন জিউর আখড়ায় ৪০ প্রহর ভুবনমঙ্গল হরিনামযজ্ঞ মহোৎসবে অংশগ্রহণকৃত সবাইকে শুভেচ্ছা জানান মো. মিজানুর রহমান সেলিম। তিনি উপস্থিত ভক্তবৃন্দের খোঁজ-খবর নেন। তিনি বলেন, এই মÐপে শারদীয় দূর্গাপূজা’সহ বিভিন্ন উৎসব সৌহার্দ্যমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা যাতে নির্বিঘ্নে সকল উৎসব উদযাপন করতে পারেন, সেজন্য বন্ধুর মতো দলীয় নেতাকর্মীদের পাশে থাকার নির্দেশনা দেন।
এদিকে শ্রী শ্রী রাজা ল²ী নারায়ন জিউর আখড়ায় শুভেচ্ছা বিনিময়কালে মো. মিজানুর রহমান সেলিমকে স্বাগত জানান, ডা. মানিক লাল সাহাসহ আখড়া কমিটি ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে দলীয় নেতাকর্মীদের মধ্যে মো. ইমাম হোসেন মুন্সী, শাহিন মজুমদার, তাজুল ইসলাম, জসিম উদ্দিন মজুমদার, মনির খন্দকার, খোরশেদ আলম, সোহেল রানা, বিক্রম, মাইনুদ্দিন, রাজন, সোহেলসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিশ^শান্তি ও মানব কল্যাণ কামনার্থে শ্রী শ্রী রাজা ল²ী নারায়ন জিউর আখড়ায় ৪৮ তম বার্ষিক ৪০ প্রহর (৫ দিনব্যাপী) ভুবনমঙ্গল হরিনামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর উৎসবমূখর পরিবেশে আখড়া এই মহোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এতে হাজীগঞ্জ’সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।