চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মো. আবুল হোসেন (৪৫) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাবাহিনী ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ যৌথ অভিযা চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আবুল হোসেন মাদারীপুর জেলার রাজুর থানার তাতিকান্দা গ্রামের আইস উদ্দিনের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফট্যানেন্ট জাবিদ হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বাসস্টান্ড এলাকায় মডেল থানা পুলিশসহ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক কারবারি আবুল হোসেনকে গ্রেপ্তার এবং তার হেফজাতে থাকা ১০ কেজি গাঁজা এবং ১০টি কম্বল উদ্ধার করা হয়। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেপ্তার আসামীকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
গত বছর ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।