চাঁদপুরের হাজীগঞ্জে গলায় ডিম আটকে মেহজাবন (২৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।
মেহজাবিনের বাড়ি শাহরাস্তি উপজেলার টামটা ইউনিয়নে টামটা গ্রামে। মেহজাবিন নানার বাড়িতে বেড়াতে আসলে এই ঘটনা ঘটে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা জানান, হাসপাতালে আনার পূর্বেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, শিশুর মৃত্যুর বিষয়টি হাসপাতাল থেকে আমাদেরকে জানানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় পরিবারকে মৃতদেহ দাফন করার জন্য বলেছি।