চাঁদপুরের হাজীগঞ্জে মো. ইশরাক হোসেন মুন্সী নামের সতের মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর গ্রামে মুন্সী বাড়ি সংলগ্ন এলাকার পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ইশরাক হোসেন ওই বাড়ির মো. রুবেল হোসেন মুন্সীর ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মতো শিশু ইশরাক মুন্সী নিজ বসতঘরের আঙ্গিণায় খেলাধূলা করছিল। বেশ কিছুক্ষন সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতে দেখেন তার দাদী নুরজাহান বেগম।
এসময় দাদীর ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন শিশুটিকে উদ্ধার স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু ইশরাককে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, খেলাধূলার এক ফাঁকে শিশুটি সবার অগোচরে নিজ বাড়ির পুকুরে গিয়ে পানিতে তলিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, শিশু মৃত্যুর ঘটনায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে। এসময় তিনি বলেন, যেসব পরিবারে ছোট বাচ্ছা রয়েছে এবং সাঁতার জানেনা। সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানান।