নিজস্ব প্রতিনিধি ॥
‘দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকরে ফাঁসি দে’ এই স্লোগানে ছিনতাই, ডাকাতি, ধর্ষণসহ সকল প্রকার অরাজকতার বিরুদ্ধে চাঁদপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এই সময় ৪৮ ঘন্টার মধ্যে চুরি, ছিনতাই, ডাকাতি ও ধর্ষণসহ সকল অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বক্তব্যে বলেন, সারাদেশে যে পরিমাণে ধর্ষণ-চুরি-ডাকাতি ও হত্যা হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ মিছিল করছি। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি অতি দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যেন অবাধে রাস্তা দিয়ে চলাচল করতে পারে। তারা যেন ইভটিজিং ও ধর্ষণের শিকার না হয়। সম্প্রতি সময়ে যেসব অপরাধ সংঘটিত হয়েছে এসব ঘটনায় জড়িতের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব ভূঁইয়া। বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল খান, ইসরাত জাহান বিন্দু, সায়মা কলি ও সাদিয়া আক্তার, পুরান বাজার ডিগ্রী কলেজের শিক্ষার্থী জুবায়ের ইসলাম ও আশিক এবং লেডি প্রতিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া জাহান।