ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে অভাবের তাড়নায় অসুস্থ দিনমজুরের আত্মহনন

  • Reporter Name
  • Update Time : ১০:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • ৬৯ Time View

ছবি-ত্রিনদী

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
চাঁদপুরের হাজীগঞ্জে অভাবের তাড়নায় শামসুদ্দীন খাঁন (৪০) নামের এক অসুস্থ দিনমজুর আত্মহত্যা করেছেন। অসুস্থতায় ওষুধ কেনাসহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পারায় শুক্রবার (৭ মার্চ) দুপুরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এদিন বিকালে তিনি নিজ ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে।
শামসুদ্দীন খাঁন উপজেলার রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারস্থ খাঁন বাড়ির আবারিন খাঁনের ছেলে। অসুস্থতায় চিকিৎসা ও সাংসারিক খরচ ব্যয়সহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শামসুদ্দীন খাঁন পেশায় একজন দিনমজুর। যখন যে কাজ পেতেন, সেই কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। কাজ করে চলতো তার চিকিৎসা ও সংসারের ব্যয়। কিন্তু অসুস্থতার কারণে তিনি ঠিকমতো কাজ করতে না পারায় অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী।
যার কারণে তিনি ঠিকমতো নিজের চিকিৎসা করাতে পারেননি, অপরদিকে সাংসারিক ও পারিবারিক খরচ হিমশিম খেতেন। আর অভাবের কষ্ট সইতে না পেরে অভিমানে শুক্রবার দুপুরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের স্ত্রী জানান, তিনি ভেবেছিলেন তার স্বামী (শামসুদ্দীন খাঁন) জুমআর নামাজ আদায় করতে মসজিদে গিয়েছেন। তিনি পুকুর থেকে ঘরে এসে চেয়ার দেখতে পাননি। এসময় চেয়ার খুঁজতে গিয়ে দেখেন তার স্বামী ঘরের আড়ার সাথে ঝুলে আছে। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবের নারায়নপুরে ক্রয়কৃত সম্পত্তির চেয়ে অধিক জায়গা দখলের অভিযোগ

হাজীগঞ্জে অভাবের তাড়নায় অসুস্থ দিনমজুরের আত্মহনন

Update Time : ১০:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
মোহাম্মদ হাবীব উল্যাহ্:
চাঁদপুরের হাজীগঞ্জে অভাবের তাড়নায় শামসুদ্দীন খাঁন (৪০) নামের এক অসুস্থ দিনমজুর আত্মহত্যা করেছেন। অসুস্থতায় ওষুধ কেনাসহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পারায় শুক্রবার (৭ মার্চ) দুপুরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ এদিন বিকালে তিনি নিজ ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করে।
শামসুদ্দীন খাঁন উপজেলার রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও বাজারস্থ খাঁন বাড়ির আবারিন খাঁনের ছেলে। অসুস্থতায় চিকিৎসা ও সাংসারিক খরচ ব্যয়সহ পারিবারিক নানা চাহিদা মেটাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শামসুদ্দীন খাঁন পেশায় একজন দিনমজুর। যখন যে কাজ পেতেন, সেই কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ। কাজ করে চলতো তার চিকিৎসা ও সংসারের ব্যয়। কিন্তু অসুস্থতার কারণে তিনি ঠিকমতো কাজ করতে না পারায় অভাব ছিল তার নিত্যদিনের সঙ্গী।
যার কারণে তিনি ঠিকমতো নিজের চিকিৎসা করাতে পারেননি, অপরদিকে সাংসারিক ও পারিবারিক খরচ হিমশিম খেতেন। আর অভাবের কষ্ট সইতে না পেরে অভিমানে শুক্রবার দুপুরে নিজ বসতঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহতের স্ত্রী জানান, তিনি ভেবেছিলেন তার স্বামী (শামসুদ্দীন খাঁন) জুমআর নামাজ আদায় করতে মসজিদে গিয়েছেন। তিনি পুকুর থেকে ঘরে এসে চেয়ার দেখতে পাননি। এসময় চেয়ার খুঁজতে গিয়ে দেখেন তার স্বামী ঘরের আড়ার সাথে ঝুলে আছে। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, নিহতের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।