বাজারে কোন সংকট নেই, অসাধু ব্যবসায়ীরা সংকট তৈরী করছে-জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শনিবার, ৮ মার্চ, ২০২৫
ছবি-ত্রিনদী

সাধারণ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে চাঁদপুর জেলা পরিবেশক সমিতি। শুক্রবার (৭ মার্চ) বিকেলে চেয়ারম্যান ঘাট ইউরেশিয়া কনভেনশন হলে এ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা পরিবেশক সমিতির সভাপতি কামরুল ইসলাম জুগলু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি তার বক্তব্যে বলেন, আপনারা পরিবেশক, এই বিষয়ে আমরা ভালো বুঝি, কিন্তু এই দেশের সাধারণ মানুষ তা বুঝে না। আপনারা এই সমাজের সকল খাদ্যের সাপ্লায়ার। আপনারা চাইলে বাজার অস্থিতিশীল করে রাখতে পারেন। সত্য বলতে কি বাজারে কোন সংকট নেই, তবে কিছু অসাধু ব্যবসায়ী সংকট তৈরি করার চেষ্টা করে।

তিনি আরো বলেন, ভোক্তা পর্যায়ে যারা পন্য পৌঁছায়, তারা হলো খুচরা বিক্রেতা। আপনারা জানেন বর্তমানে তেল নিয়ে একটু সমস্যা হচ্ছে, তবে তেমন সংকট নেই। চাঁদপুরের পরিবেশ সুন্দর রাখতে জেলা পরিবেশকগণ তাদের নীতির উপর ব্যবসা বহাল রাখবেন, আমরা এটাই চাই। সমাজে আপনাদের একটা সম্মান রয়েছে। অনেকের দোকানে তেল নেই, তবে গোডাউনে তেল পেয়েছি। আমরা চাই না কারো উপর আইন প্রয়োগ করতে। আপনারা কোনোভাবেই মজুদদারী ব্যবসায়ের উপর নির্ভর করবেন না। অবশ্যই ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর ব্যবস্থা করবেন।

চাঁদপুর জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জামাল সাকিব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, চাঁদপুর চেম্বারের সহ-সভাপতি ও পরিবেশক সমিতির উপদেষ্টা তমাল কুমার ঘোষ, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া, পরিবেশক সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান, আশরাফুল আরিফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, কোষাধ্যক্ষ ফিরোজ আহমেদ খান, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, চাঁদপুর জেলা মার্কেটিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম ফরহাদ হোসেন টিটু, চাদপুর হার্ডওয়্যার ব্যবসায়িক সমিতির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক জাহিদ ভূইয়া, পালবাজার ব্যবসায়িক সমিতির সভাপতি হারুন পাটওয়ারী, কুমিল্লা রোড ব্যবসায়িক সমিতি সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ শোয়েব,চাঁদপুর এভারগ্রীন ক্লাব যুগ্মমহাসচিব আলমগীর মিয়াজি, চাঁদপুর ইলেকট্রিক এসোসিয়েশন সভাপতি আবুল বাসার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১