ঢাকা 5:04 pm, Sunday, 31 August 2025

‘রাষ্ট্র কোন নারীর প্রতিই বৈষম্য করে না : জেলা প্রশাসক চাঁদপুর’

  • Reporter Name
  • Update Time : 05:42:18 pm, Saturday, 8 March 2025
  • 37 Time View

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে মানববন্ধনের আয়োজন করা হয়।

এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, বাংলাদেশের সরকার নারীদের পিছে রেখে আইন পাশ করে না। নারীদের জন্যে সব ধরনের ব্যবস্থা করেছেন। অনেকগুলো দপ্তর করেছে শুধুমাত্র নারীদের জন্যে। পুরুষদের সাথে তাল মিলিয়ে সমান পর্যায়ে চলতে সরকার সবসময় সহযোগিতা করছে। আগে নারীরা বাসায় বসে কাজ করতেন কিন্তু এখন নারী ক্ষমতায়ণে সবজায়গাতে কাজ করতে পারছে, ব্যবসা করতে পারছে। এমন কোন জায়গা নেই যে যেখানে নারীদের পদচারণা নেই। নারী তার যোগ্যতানুসারে সবজায়গাতে যেতে পারবে। রাষ্ট্র কোন নারীর প্রতিই বৈষম্য করে না।

ডিসি বলেন, বর্তমানে আমাদের সমাজ বহুগুনে পাল্টে গেছে। সমাজ পাল্টে যাওয়ার ব্যাপারে রাষ্ট্রেরও ভূমিকা রয়েছে। রাষ্ট্র এবং সমাজব্যবস্থা সবসময়ই নারীদের পাশে আছে। নারীদের অধিকার সুনিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী প্রমূখ।

স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর জেলার উপ-পরিচালক নাছিমা আকতার।

ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার তানভিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. জিয়াউর রহমান, ডে-কেয়ার কর্মকর্তা কামরুন্নাহার, নারী উদ্যোক্তা মমতাজ আক্তার প্রমূখ।

আলোচনার শুরুতে ধারণাপত্র উপস্থাপনা করেন সনাক চাঁদপুরের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা

‘রাষ্ট্র কোন নারীর প্রতিই বৈষম্য করে না : জেলা প্রশাসক চাঁদপুর’

Update Time : 05:42:18 pm, Saturday, 8 March 2025

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মুখে মানববন্ধনের আয়োজন করা হয়।

এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, বাংলাদেশের সরকার নারীদের পিছে রেখে আইন পাশ করে না। নারীদের জন্যে সব ধরনের ব্যবস্থা করেছেন। অনেকগুলো দপ্তর করেছে শুধুমাত্র নারীদের জন্যে। পুরুষদের সাথে তাল মিলিয়ে সমান পর্যায়ে চলতে সরকার সবসময় সহযোগিতা করছে। আগে নারীরা বাসায় বসে কাজ করতেন কিন্তু এখন নারী ক্ষমতায়ণে সবজায়গাতে কাজ করতে পারছে, ব্যবসা করতে পারছে। এমন কোন জায়গা নেই যে যেখানে নারীদের পদচারণা নেই। নারী তার যোগ্যতানুসারে সবজায়গাতে যেতে পারবে। রাষ্ট্র কোন নারীর প্রতিই বৈষম্য করে না।

ডিসি বলেন, বর্তমানে আমাদের সমাজ বহুগুনে পাল্টে গেছে। সমাজ পাল্টে যাওয়ার ব্যাপারে রাষ্ট্রেরও ভূমিকা রয়েছে। রাষ্ট্র এবং সমাজব্যবস্থা সবসময়ই নারীদের পাশে আছে। নারীদের অধিকার সুনিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী প্রমূখ।

স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁদপুর জেলার উপ-পরিচালক নাছিমা আকতার।

ওয়ান স্টপ ক্রাইসিস সেল (ওসিসি) প্রোগ্রাম অফিসার তানভিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. জিয়াউর রহমান, ডে-কেয়ার কর্মকর্তা কামরুন্নাহার, নারী উদ্যোক্তা মমতাজ আক্তার প্রমূখ।

আলোচনার শুরুতে ধারণাপত্র উপস্থাপনা করেন সনাক চাঁদপুরের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসি।