‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার (৮ মার্চ) সকালে পৃথক আয়োজনে উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও পৌরসভার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিন সকালে উপজেলা চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদ আতিক রোজী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার।
এসময় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা আক্তার ও মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাতুনে জান্নাত প্রমুখ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আঞ্জুমনা ভানু।
হাজীগঞ্জ সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে শায়খা দিলরুবা দিপ্তীর উপস্থাপনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন আবিহা সুলতানা ও গীতা থেকে পাঠ করেন বৈশাখী দাস। এসময় অন্যান্য সরকারি ও পৌরসভার কর্মকর্তা, শিক্ষক, সুধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।