বাংলাদেশ স্কাউটের সর্বোচ্চ সম্মানসূচক পদক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড-২০২৩ পাওয়ার গৌরব অর্জন করেছে হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জাবীন ইসলাম সাবা। এ বিদ্যালয় থেকে মাহবুবা মমতাজ ও সামিয়া সুলতানা নামের আরো দুই শিক্ষার্থী এ অ্যাওয়ার্ড অর্জন করে।
বাংলাদেশ স্কাউটস এর ওয়েবসাইটে সম্প্রতি এ ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফলে হাজীগঞ্জের ৬ জন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে। অপর শিক্ষার্থীরা হলেন, কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা ইসলাম, সোনাইমুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা ইয়াস মিন ও নুসরাত।
এদিকে জাবীন ইসলাম সাবা’র শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ভোকেশনাল বিভাগের সমন্বয়ক মো. জহিরুল ইসলাম মজুমদার। তিনি তাঁর সন্তানের উজ্জ্বল ভবিষ্যত কামনায় সকলের দোয়া কামনা করেন।
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা বলেন, আমাদের বিদ্যালয় থেকে তিন শিক্ষার্থী স্কাউটের সর্বোচ্চ পদক জাতীয় শাপলা কাব অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেছে। আমি সত্যিই আনন্দিত। তাদের প্রতি দোয়া রইলো, তারা যেন ভবিষ্যতে পরিবার, সমাজ তথা দেশের জন্য মঙ্গলজনক কিছু করতে পারে।
শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী বলেন, স্কাউট শিক্ষার্থীদের শৃঙ্খলিত জীবন গঠনের শিক্ষা দেয়। পাঠ্যশিক্ষার পাশাপাশি এ শিক্ষা শিশু-কিশোরদের আত্মপ্রত্যয়ী, পরোপকারী, আত্মনির্ভশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।