ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লি-আ.লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে: নাসীরুদ্দীন

  • Reporter Name
  • Update Time : ১২:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৬২ Time View

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দিল্লি ও আ.লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে, যারাই আপোষ করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে ।

সোমবার (৩১ মার্চ) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগর এলাকায় শহিদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে নিহতদের বিচার বাংলার মাটিতে হবে। কারণ ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করে আসছি। বিচার না হওয়া পর্যন্ত এমন দাবি আমরা করে যাবো।

এই নেতা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছে। সে ক্ষেত্রে আমদের যে নতুন লড়াই রয়েছে, সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করতে চাই।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সাথে নিয়ে এনসিপির এই নেতা শহিদ আজাদ সরকারে কবর জিয়ারত করেন।

গেল বছর ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের প্রথম দিন ৪ আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ ওয়ার্ড ছাত্রদল সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১৪ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব পৌরসভার আয়তন কমেছে প্রায় ১০ বর্গকিলোমিটার !

দিল্লি-আ.লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে: নাসীরুদ্দীন

Update Time : ১২:৫৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দিল্লি ও আ.লীগের বিরুদ্ধে আন্দোলন ও যুদ্ধ চলমান থাকবে, যারাই আপোষ করতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই চলবে ।

সোমবার (৩১ মার্চ) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার টোরাগর এলাকায় শহিদ আজাদ সরকারের পরিবারের সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্র আন্দোলনে নিহতদের বিচার বাংলার মাটিতে হবে। কারণ ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করে আসছি। বিচার না হওয়া পর্যন্ত এমন দাবি আমরা করে যাবো।

এই নেতা বলেন, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে মুলা ঝুলিয়েছে। সে ক্ষেত্রে আমদের যে নতুন লড়াই রয়েছে, সেখানে আমরা নতুন রাজনৈতিক তত্ত্ব বিনির্মাণ করতে চাই।

এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের সাথে নিয়ে এনসিপির এই নেতা শহিদ আজাদ সরকারে কবর জিয়ারত করেন।

গেল বছর ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের প্রথম দিন ৪ আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ ওয়ার্ড ছাত্রদল সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১৪ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫ জনকে আসামি করে হাজীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।