চাঁদপুরের হাজীগঞ্জের রামপুরে সিএনজি ও মাইক্রোবাসের চালকদের মাঝে কথা কাটা-কাটির সূত্রধরে সংঘর্ষে রামপুর বাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষের ইট আর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।খবর পেয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক যৌথবাহিনী সাথে নিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।
বুধবার রাতে উপজেলার কালেচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে সন্ধ্যা সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে।
কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা স্বপন মুঠো ফোনে বলেন, রামপুর বাজারে সিএনজি ও মাইক্রোবাসের চালকদের মাঝে কথা কাটা-কাটির সূত্রধরে সংঘর্ষ বাঁধে। প্রথমে এটি ছোট পর্যায়ে থাকলেও রামপুর বাজারের ব্যবসায়ী ইউসুফ আহত হওয়ার সূত্রধরে রামপুর, সৈয়দপুর, সুবিদপুর, বলাখাল গ্রামের এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তিনি বলেন, এ ঘটনায় ইউসুফ, রাব্বি ও কুদ্দুসসহ কয়েকজন আহত হয়েছে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাম মোস্তফা স্বপন আরো বলেন, সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী আর পুলিশ এসে সংঘর্ষ নিয়ন্ত্রণ করে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তামিম বলেন, রামপুর বাজারে সংঘর্ষের ঘটনায় হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজন এসেছিলো। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রেফার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক রামপুর বাজারে সিএনজি ও মাইক্রো চালকের সাথে কথা কাটাকাটির সূত্রধরে কয়েকটি গ্রাম সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথবাহিনী সাথে নিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করি। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।