জহির হোসেন:
চাঁদপুরের হাজীগঞ্জে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১ মার্চ) বিকেল সাড়ে চারটা দিকে উপজেলার উপজেলাধীন ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের আহম্মদপুর এ ঘটনা ঘটে।
ধর্ষক একই ইউনিয়নের আহম্মদপুর গ্রামের ভূইয়া বাড়ীর মৃত আশরাফ উদ্দিন ভূইয়ার ছেলে আমির হোসেন (৫৫)। সে আহম্মদপুর বাজারে মুদি দোকানের ব্যবসা করে। বিকেলে বেলায় শিশুটি ওই দোকানে গেলে আমির হোসেন ভূইয়া শিশুটিকে একা পেয়ে দোকানের ভেতরে মেয়েটিকে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার শিশুটির পরিবারের লোকজন জানান, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্ত মুদি দোকানদার আমির হোসেনকে আটকের চেষ্টা করে।
শিশুটির দাদা খোকা মিয়া জানান, ‘অভিযুক্ত আমির হোসেন পেশায় মুদি দোকানদার । ঈদের ২য় দিন ৩নং ওয়ার্ড আহম্মাদপুর ভুঁইয়া বাড়ির আমির হোসেন দোকানে শিশু মেয়েটি যায় কিছু কেনার জন্য। তখন এ ঘটনা ঘটে।
মেয়ে বাসায় গিয়ে তার বাবা শরিফকে ঘটনার বর্ণনা করলে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। হাজীগঞ্জ থেকে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয় ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দীন ফারুক বলেন, ‘একটি শিশু ধর্ষণের শিকার হওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষা-নিরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।