হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা শুহাদায়ে কারবালা জামে মসজিদ পরিচালনায় কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। মসজিদের সার্বিক উন্নয়ন ও মসজিদ সংশ্লিষ্ট এলাকার ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে সম্প্রতি ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি এবং ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়।
কার্যকরি কমিটির মোতওয়াল্লী হলেন, মো. আক্তার হোসেন, সভাপতি মো. আব্দুল কাদের (মিন্টু মুদী), সহ- সভাপতি মো. হোসেন গাজী, সাধারণ সম্পাদক মো. ইমান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম (বালু), ক্যাশিয়ার মো. কালু কন্ট্রাক্টর, সহ-ক্যাশিয়ার মো. শরীফ মিজি ও আদায়কারী মো. ফারুক বেপারী।
উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন, মো. জুলহক মিয়া, মো. আব্দুর রব মিয়া, মো. শফিকুর রহমান মেম্বার, মো. আনোয়ার হোসেন আনু, মো. এমরান হোসেন (বিদেশী), মো. মোখলেছুর রহমান (মুকু), মো. মোস্তফা মেম্বার, মো. মনির হোসেন (বালু), মো. আলী এরশাদ, মো. শাহ জামাল (মাছ), মো. দুলাল মিজি।
কার্যকরী সদস্যরা হলেন, মো. মানিক হোসেন (সুন্নী), মো. হেলাল মিয়া (দোকানদার), মো. আব্দুল মান্নান (বন্ধু), মো. ননু মিয়া, মো. সুজন মিয়া, মো. জসিম উদ্দিন (দোকানদার), মো. নুরু মিয়া (মাছ), মো. খোরশেদ মিয়া, মো. শহীদুল ইসলাম, মো. হাবীবুর রহমান (নোয়াবাড়ি), মো. মামুন মিয়া (ঢাকা), মো. এমরান হোসেন (ডাক্তার বাড়ি)।
কার্যকরী সদস্য মো. সুরুজ মিয়া (রাজ), মো. জামাল মিজি, মো. আমির হোসেন, মো. মাসুদ ড্রাইভার, মো. আব্দুল মান্নান মিজি, মো. মফিজুল ইসলাম (খামার বাড়ি), মো. শাহাদাত হোসেন, মো. জাকির হোসেন, মো. শরীফ হোসেন (বালু), মো. মোজাম্মেল হক মো মনির হোসেন (ডাক্তার বাড়ি)।