• শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:

বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আরেক ছেলের অনশন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

বিয়ের দাবিতে ছেলের বাড়িতে আরেক ছেলের অনশন করেছেন। তবে বিয়ে করতে না পেরে আরেক ছেলে বিষ পান করেছেন।

রোববার (৪ মে) দশটার দিকে বরগুনার বামনা উপজেলা রামনা ইউনিয়নের বলইবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনা জড়িত দুই ছেলে বামনা উপজেলার একটি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তারা দুজনেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আইন অনুযায়ী এই প্রতিবেদনে তাদের নাম ও পরিচয় গোপন রাখা হয়েছে।

জানা গেছে, গুরুতর অসুস্থ অবস্থায় বিষপান করা ওই ছেলেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, বিষপান করা ছেলেটি যে বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেছেন সেই বাড়িটি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা এলাকায়। এ দিকে এ ঘটনায় পিরোজপুরের ছেলেটি থানায় অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,  একই কলেজে পড়াশোনার সুবাদে দুজনে মধ্যে পরিচয় থেকে বিভিন্ন সময় বামনা উপজেলার ছেলেটি মঠবাড়িয়ার ছেলেটিকে প্রেমের ও বিয়ের প্রস্তাব দেন। এরই ধারাবাহিকতায় রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে মঠবাড়িয়া উপজেলার কুমিরমারা এলাকায় গিয়ে ওই ছেলের বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল নিয়ে যায়। পরে ওই বাড়ি থেকে চলে এসে রাতে নিজ বাড়িতে বিষপান করেন বরগুনার বামনার ছেলেটি।

এ বিষয় জানতে চাইলে বামনার ছেলেটির মা বলেন, তার ছেলে এখন আগের থেকে সুস্থ আছেন। তবে তীব্র জ্বরে আক্রান্ত হয়েছে। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী তার চিকিৎসা চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১