ঢাকা 12:42 pm, Tuesday, 1 July 2025

হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : 11:11:29 pm, Wednesday, 7 May 2025
  • 15 Time View

হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ অন্যান্য সংবাদকর্মীবৃন্দ।

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মে) বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হাজীগঞ্জ-কচুয়া সড়কের পাশে মকিমাবাদ-কাজিরগাঁও চৌরাস্তা এলাকায় আয়োজিত মেলার স্টলস্থলে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত (উড়িয়ে) করে এ মেলার উদ্বোধন করা হয়।

এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ সংবাদকর্মীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন, কাজী এন্টার প্রাইজের পক্ষে মো. শাহেদুল ইসলাম চাঁদ (চান মিয়া) ও মো. আকতার হোসেন। প্রেস ব্রিফিংয়ে চাঁন মিয়া জানান, চিত্ত-বিনোদনের অংশ হিসেবে হাজীগঞ্জে মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, শিশু-কিশোররা এখন মোবাইল ফোনে আসক্ত। নগরায়নের এ যুগে খেলাধূলা ও চিত্ত বিনোদনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নেই। তাই, উন্মুক্ত পরিবেশে আমরা আজ (বুধবার) মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করেছি। এখানে বিনোদনের জন্য শিশুতোষ ১২টি রাইড ও সার্কাসের আয়োজন রয়েছে।

অসামাজিক কার্যক্রম মুক্ত পরিবেশ উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ধ্যায় আলোকসজ্জার মাধ্যমে মেলার স্থলকে সৌন্দয্যময় ও আলোকিত করা হয়েছে। যা সবার মন কেড়ে নেবে। মেলায় আগত দর্শনার্থীগণ চমৎকার পরিবেশে সময় কাটানোর পাশাপাশি কেনাকাটা ও ভোজন-বিলাস করতে পারবেন।

 

এসময় তিনি প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মেলার আয়োজক কমিটির সদস্য মো. কামাল হোসেন ও মো. আবুল কালামসহ অন্যান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

প্রবাসীর স্ত্রী ইভা ২৩ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও

হাজীগঞ্জে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন

Update Time : 11:11:29 pm, Wednesday, 7 May 2025

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মে) বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হাজীগঞ্জ-কচুয়া সড়কের পাশে মকিমাবাদ-কাজিরগাঁও চৌরাস্তা এলাকায় আয়োজিত মেলার স্টলস্থলে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত (উড়িয়ে) করে এ মেলার উদ্বোধন করা হয়।

এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ সংবাদকর্মীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন, কাজী এন্টার প্রাইজের পক্ষে মো. শাহেদুল ইসলাম চাঁদ (চান মিয়া) ও মো. আকতার হোসেন। প্রেস ব্রিফিংয়ে চাঁন মিয়া জানান, চিত্ত-বিনোদনের অংশ হিসেবে হাজীগঞ্জে মেলার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, শিশু-কিশোররা এখন মোবাইল ফোনে আসক্ত। নগরায়নের এ যুগে খেলাধূলা ও চিত্ত বিনোদনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নেই। তাই, উন্মুক্ত পরিবেশে আমরা আজ (বুধবার) মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করেছি। এখানে বিনোদনের জন্য শিশুতোষ ১২টি রাইড ও সার্কাসের আয়োজন রয়েছে।

অসামাজিক কার্যক্রম মুক্ত পরিবেশ উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ধ্যায় আলোকসজ্জার মাধ্যমে মেলার স্থলকে সৌন্দয্যময় ও আলোকিত করা হয়েছে। যা সবার মন কেড়ে নেবে। মেলায় আগত দর্শনার্থীগণ চমৎকার পরিবেশে সময় কাটানোর পাশাপাশি কেনাকাটা ও ভোজন-বিলাস করতে পারবেন।

 

এসময় তিনি প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মেলার আয়োজক কমিটির সদস্য মো. কামাল হোসেন ও মো. আবুল কালামসহ অন্যান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।