হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ মে) বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হাজীগঞ্জ-কচুয়া সড়কের পাশে মকিমাবাদ-কাজিরগাঁও চৌরাস্তা এলাকায় আয়োজিত মেলার স্টলস্থলে ফিতা কেটে ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত (উড়িয়ে) করে এ মেলার উদ্বোধন করা হয়।
এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ সংবাদকর্মীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন, কাজী এন্টার প্রাইজের পক্ষে মো. শাহেদুল ইসলাম চাঁদ (চান মিয়া) ও মো. আকতার হোসেন। প্রেস ব্রিফিংয়ে চাঁন মিয়া জানান, চিত্ত-বিনোদনের অংশ হিসেবে হাজীগঞ্জে মেলার আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, শিশু-কিশোররা এখন মোবাইল ফোনে আসক্ত। নগরায়নের এ যুগে খেলাধূলা ও চিত্ত বিনোদনের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নেই। তাই, উন্মুক্ত পরিবেশে আমরা আজ (বুধবার) মাসব্যাপী কুটির শিল্প পন্য মেলার উদ্বোধন করেছি। এখানে বিনোদনের জন্য শিশুতোষ ১২টি রাইড ও সার্কাসের আয়োজন রয়েছে।
অসামাজিক কার্যক্রম মুক্ত পরিবেশ উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ধ্যায় আলোকসজ্জার মাধ্যমে মেলার স্থলকে সৌন্দয্যময় ও আলোকিত করা হয়েছে। যা সবার মন কেড়ে নেবে। মেলায় আগত দর্শনার্থীগণ চমৎকার পরিবেশে সময় কাটানোর পাশাপাশি কেনাকাটা ও ভোজন-বিলাস করতে পারবেন।
এসময় তিনি প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মেলার আয়োজক কমিটির সদস্য মো. কামাল হোসেন ও মো. আবুল কালামসহ অন্যান্য ব্যক্তিবর্গ, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।