হাজীগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) হাজীগঞ্জ বাজারে উৎসবমুখর পরিবেশে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি হলেন, মোহাম্মদ আলী পাটোয়ারী, সহ-সভাপতি হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়া, সেক্রেটারী (সাধারণ সম্পাদক) মো. এমদাদুল হক সুমন মোল্লা।
এদিন ইসলামী আন্দোলনের জেলা সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ জাকির হোসেন জামিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
এসময় তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং জেলা কমিটির সাথে আলোচনা সাপেক্ষে পূর্ণাঙ্গ উপজেলা কমিটি গঠনের নির্দেশনা দেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা জয়েন্ট সেক্রেটারী মো. শাহজামাল গাজী সোহাগ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা মো. নুর উদ্দিন প্রমুখ।
এদিন সম্মেলনের প্রথম সেশনে ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি প্রিন্সিপাল এম.এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়ার পরিচালনায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এরপর দ্বিতীয় সেশনে বর্তমান কমিটি বিলুপ্ত ও নতুন করে কমিটি গঠন এবং নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এসময় ইসলামী আন্দোলনের জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।