বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শনিবার (১০ মে) বিকালে দেশগাঁও ডিগ্রি কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।
তিনি বলেন, আমার কথা নয়, খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। তাহলে দলের বদনাম হবে না। কারণ, এ ইউনিয়নের বাসিন্দা আপনি, সুতরাং আপনার কাজে এবং কথায় মানুষ বিএনপিকে ভোট দিবে। তাছাড়া, আপনারা যারা জনপ্রতিনিধি হতে চান তারা যদি ভালো কাজ করেন, তাহলে আপনার গ্রহণযোগ্যতায় মানুষ আপনাকে গ্রহণ করবে। উপজেলার কোন নেতা এসে আপনাকে ভোট দিবে না।
তিনি আরো বলেন, বিএনপি প্রতিশোধ ও প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দল নয়। অতিতে যারা ক্ষমতায় এসেছে, তারা আমাদের নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা, জুলুম-নির্যাতন ও মামলা-হামলা করে হয়রানি করেছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত ৯ মাস পার হলেও আওয়ামী লীগের কোন নেতাকর্মীর ক্ষতি আমরা করি নাই। এমনকি আমাদের কোন নেতাকর্মী কারো বিরুদ্ধে মামলাও করে নাই।
ইঞ্জি. মমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশ পরিচালিত হবে। আর ৩১ দফায় রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হলে, এদেশে কোন ধরনের বৈষম্য থাকবে না। বিগত সময়ে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, ততবার গনতন্ত্রকে তারা গলাটিপে শেষ করেছে। আর বিএনপি সেই গনতন্ত্রকে বার বার পুনরুদ্ধারের চেষ্টা করছে এবং বিএনপি সবসময় গনতন্ত্রের জন্য কাজ করে গেছে।
তিনি বলেন, জনগণের আশা ও প্রত্যাশা, একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করুক। বাংলাদেশে গণতন্ত্র জিম্মি করে রেখেছিলো আওয়ামী লীগ। তারা ক্ষমতার জন্য গণতন্ত্রকে কবর দিয়ে টানা ১৬ বছর ক্ষমতায় ছিলেন। আজকে আপনারা দেখতে পারছেন, শাহবাগ মোড়ে একটি নতুন রাজনৈতিক দল, যারা নাকি এখনো নিবন্ধন পায়নি, তারা নির্বাচনকে বিলম্বিত করতে একেক সময় একেক ইস্যু নিয়ে বসে আছেন।
তিনি আরো বলেন, আমরা অন্তবর্তী সরকারকে বলবো, কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ তৈরি করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা অর্পন করুণ।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল হোসাইন বেলালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।
স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহিদুল ইসলাম সাহেদ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমিন খান মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আটিয়া, সহ-সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মাহতাব শরীফ।
বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাবেক কৃষি বিষয়ক সম্পদাক ইউনুস মুন্সী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু বকর সুমন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কবির হোসেন ও মনির নিসাব, সাধারণ সম্পাদক মো. রহমত উল্যাহ শাহাজান, ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আবুল বাসার লিটন, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মহিন উদ্দিন মিয়াজী।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সুলতান আহম্মেদ বাবুলের পরিচালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সেলিম মিয়া, শরীফ আহমেদ ও মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর শেখ ও কানু পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ্, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন স্বপন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন সাবু, প্রচার সম্পাদক মারুফ খান রাসেল প্রমুখ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ওলিউর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মো. নজরুল ইসলাম ও সাবেক সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মো. ইমান হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হীরা প্রমুখ।
ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল্লাহ আলম মামুন, সদস্য দ্বীন মোহাম্মদ ফারুক, দেলোয়ার মাস্টার ও শাহআলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি অহিদ মিয়াজী, কামাল পাঠান, সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, বিএনপি নেতা আলামিন, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের রাসেল আটিয়া, সাবেক সভাপতি শাহাদাত হোসেন বাহার ও শরিফুল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও আল হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পদাক মহসিন ও ছাত্রনেতা নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।