চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়েছে। ওই ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা এবং ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম।
শনিবার (১০মে) দুপুরে স্থানীয় সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন তিনি।
এর আগে গত সোমবার (৫ মে) ফরিদগঞ্জ থানা ভবনের পাশে একটি ভবনের চতুর্থ তলায় থানার এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার ফ্লাটের তালা ভেঙে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় তাৎক্ষণিক এসআই মো. রাকিব উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পরবর্তীতে থানার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দুই যুবকের ছবি শনাক্ত করা হয়েছে।
ঘটনার পর ৫ দিনের বিশ্লেষণ ও তদন্তে শনাক্তকারী ওই দুই যুবকের দ্বারাই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারে তাকে ৫০ হাজার টাকা অথবা ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্যপ্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
Reporter Name 














