ঢাকা 3:36 am, Friday, 18 July 2025

লায়ন মহসিন ইমাম চৌধুরী নির্বাচিত হলেন ১ম ভাইস জেলা গভর্ণর

  • Reporter Name
  • Update Time : 11:11:40 pm, Friday, 16 May 2025
  • 28 Time View

লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ-২ এর ৩০তম বার্ষিক কনভেনশন গত ৯ ও ১০ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ বিপুল ভোটে ১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে নির্বাচিত হন।

লায়ন মহসিন ইমাম চৌধুরী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর চৌধুরী বাড়ির কৃতিসন্তান। ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে তিনি সুপরিচিত এক নাম। তিনি দেশের স্বনামধন্য ব্র্যান্ডসমূহ — ইমাম টেলিকম, স্মাইল মোবাইল, ইমাম মোবাইল এবং জিও মোবাইল — এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার।

সমাজসেবা, নেতৃত্বগুণ ও সংগঠনের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ২ এর সদস্যরা তাঁর উপর আস্থা রেখে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।

নবনির্বাচিত ১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে লায়ন মহসিন ইমাম চৌধুরীর নেতৃত্বে লায়ন্স আন্দোলন আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’র গ্রাফিতি

লায়ন মহসিন ইমাম চৌধুরী নির্বাচিত হলেন ১ম ভাইস জেলা গভর্ণর

Update Time : 11:11:40 pm, Friday, 16 May 2025

লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ-২ এর ৩০তম বার্ষিক কনভেনশন গত ৯ ও ১০ মে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ বিপুল ভোটে ১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে নির্বাচিত হন।

লায়ন মহসিন ইমাম চৌধুরী চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর চৌধুরী বাড়ির কৃতিসন্তান। ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে তিনি সুপরিচিত এক নাম। তিনি দেশের স্বনামধন্য ব্র্যান্ডসমূহ — ইমাম টেলিকম, স্মাইল মোবাইল, ইমাম মোবাইল এবং জিও মোবাইল — এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার।

সমাজসেবা, নেতৃত্বগুণ ও সংগঠনের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ এ২ এর সদস্যরা তাঁর উপর আস্থা রেখে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন।

নবনির্বাচিত ১ম ভাইস জেলা গভর্ণর হিসেবে লায়ন মহসিন ইমাম চৌধুরীর নেতৃত্বে লায়ন্স আন্দোলন আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।