ঢাকা 4:06 am, Friday, 18 July 2025

বাকিলা থেকে পিকআপ চুরি, নিঃস্ব হলেন চালক বিল্লাল

  • Reporter Name
  • Update Time : 11:26:31 pm, Monday, 19 May 2025
  • 18 Time View

হাজীগঞ্জে আয়ের একমাত্র সম্বল পিকআপ (মিনি ট্রাক) হারিয়ে নিঃস্ব হলেন, চালক মো. বিল্লাল হোসেন। রোববার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা বাজারস্থ যাত্রী ছাউনির সামনে থেকে তার পিকআপটি (ঢাকা মেট্টো ১৫-৫১০২) চুরি হয়ে যায়। তিনি ওই ইউনিয়নের গোগরা গ্রামের রাজ বাড়ির মো. আব্দুর রবের ছেলে। এ ঘটনায় তিনি হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেন জানান, প্রতিদিনের মতো রোববার রাত ১০টার দিকে তিনি বাকিলা বাজারস্থ যাত্রী ছাউনির সামনে নীল রংয়ের পিকআপটি রেখে যান। একই সাথে আরো ৪/৫টি পিকআপ থাকে। তিনি যাওয়ার সময় গাড়ির ব্রেকও দরজা লক করেন এবং প্রয়োজনী কাগজপত্র বাড়িতে নিয়ে যান। কিন্তু সোমবার সকালে এসে দেখেন অন্য গাড়িগুলো থাকলেও তার পিকআপ গাড়িটি নেই। তাঁর গাড়িটি চুরি হয়ে গেছে।

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ধারদেনা ও ঋণ করে ৪ বছর আগে ইএক্স-২, ২০১৫ মডেলের গাড়িটি কিনেছি। এই গাড়ি দিয়েই আমার সংসার ও সন্তানদের পড়ালেখার খরচ চলে। আগের ঋণ পরিশোধ করেছি এবং কয়েক দিন আগে আবারো ৪ লাখ টাকা ধারদেনা করে পুরাতন গাড়িকে মেরামত করে নতুনভাবে তৈরি করেছি। গাড়িটি কেনার পর থেকে যাত্রী ছাউনির সামনে অন্য আরো ৪/৫টি পিকআপ ট্রাকের সাথে আমার গাড়িটি রাতে রেখে যাই।

তিনি আরো বলেন, যাত্রী ছাউনী এলাকায় একজন নৈশপ্রহরী (পাহারাদার) থাকে। সে একেকবার একেক রকম কথা বলে। গাড়িটি চুরি হওয়ার কারনে আমি বউ-বাচ্চা নিয়ে কি খাবো, ক্যামনে চলবো? গাড়িটিই আয়ের একমাত্র সম্বল ছিলো, এখন আমার কিছুই নেই। আমি যে, পথে বসে গেলাম। কোন ব্যক্তি গাড়িটির খোঁজ পেলে ০১৮১৪-১৩৫৫৯১ জানালে উপৃকত হবো। তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে এব্ ংআমি তাকে পুরস্কার করবো।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’র গ্রাফিতি

বাকিলা থেকে পিকআপ চুরি, নিঃস্ব হলেন চালক বিল্লাল

Update Time : 11:26:31 pm, Monday, 19 May 2025

হাজীগঞ্জে আয়ের একমাত্র সম্বল পিকআপ (মিনি ট্রাক) হারিয়ে নিঃস্ব হলেন, চালক মো. বিল্লাল হোসেন। রোববার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বাকিলা ইউনিয়নের বাকিলা বাজারস্থ যাত্রী ছাউনির সামনে থেকে তার পিকআপটি (ঢাকা মেট্টো ১৫-৫১০২) চুরি হয়ে যায়। তিনি ওই ইউনিয়নের গোগরা গ্রামের রাজ বাড়ির মো. আব্দুর রবের ছেলে। এ ঘটনায় তিনি হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।

ক্ষতিগ্রস্ত বিল্লাল হোসেন জানান, প্রতিদিনের মতো রোববার রাত ১০টার দিকে তিনি বাকিলা বাজারস্থ যাত্রী ছাউনির সামনে নীল রংয়ের পিকআপটি রেখে যান। একই সাথে আরো ৪/৫টি পিকআপ থাকে। তিনি যাওয়ার সময় গাড়ির ব্রেকও দরজা লক করেন এবং প্রয়োজনী কাগজপত্র বাড়িতে নিয়ে যান। কিন্তু সোমবার সকালে এসে দেখেন অন্য গাড়িগুলো থাকলেও তার পিকআপ গাড়িটি নেই। তাঁর গাড়িটি চুরি হয়ে গেছে।

কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ধারদেনা ও ঋণ করে ৪ বছর আগে ইএক্স-২, ২০১৫ মডেলের গাড়িটি কিনেছি। এই গাড়ি দিয়েই আমার সংসার ও সন্তানদের পড়ালেখার খরচ চলে। আগের ঋণ পরিশোধ করেছি এবং কয়েক দিন আগে আবারো ৪ লাখ টাকা ধারদেনা করে পুরাতন গাড়িকে মেরামত করে নতুনভাবে তৈরি করেছি। গাড়িটি কেনার পর থেকে যাত্রী ছাউনির সামনে অন্য আরো ৪/৫টি পিকআপ ট্রাকের সাথে আমার গাড়িটি রাতে রেখে যাই।

তিনি আরো বলেন, যাত্রী ছাউনী এলাকায় একজন নৈশপ্রহরী (পাহারাদার) থাকে। সে একেকবার একেক রকম কথা বলে। গাড়িটি চুরি হওয়ার কারনে আমি বউ-বাচ্চা নিয়ে কি খাবো, ক্যামনে চলবো? গাড়িটিই আয়ের একমাত্র সম্বল ছিলো, এখন আমার কিছুই নেই। আমি যে, পথে বসে গেলাম। কোন ব্যক্তি গাড়িটির খোঁজ পেলে ০১৮১৪-১৩৫৫৯১ জানালে উপৃকত হবো। তথ্য দাতার পরিচয় গোপন রাখা হবে এব্ ংআমি তাকে পুরস্কার করবো।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।