হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিল মাদরাসায় বল কুড়াতে গিয়ে টিনসেট ঘরের উপরে বিদ্যুতায়িত হয়ে আমিন মেমোরিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইফ বীন আনোয়ার নামে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তাকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ নেয়া হলে, সেখানে ওই আহত শিক্ষার্থীকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত সাইফ বীন আনোয়ার হাজীগঞ্জ বাজারের শুভ স্টার হোটেলের পরিচালক দেলোয়ার হোসেনের বড় ভাই মকিমাবাদ গ্রামের ৪নং ওয়ার্ডের আনোয়ার হোসেন লিটনের একমাত্র ছেলে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মাগরিবের কিছুক্ষণ পূর্বে শিশু-কিশোরের দল হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে ছিলো। এক পর্যায়ে বলটি হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিল মাদরাসার ভেতরে ঢুকে যায়। তখন ২জন শিক্ষার্থী মাদরাসার টিনসেট ঘরের উপর উঠলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে পড়ে। তাদের চিৎকারে আশে-পাশের মানুষ এসে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে।
রাতে সরেজমিনে মাদরাসায় গিয়ে দেখা যায়, পুরো টিনসেট টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়ে আছে। পল্লী বিদ্যুতের লাইনম্যান এসে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে।
তারা জানায়, শ্রেণি কক্ষের এক রুম থেকে আরেক রুমে বিদ্যুতের লাইন নেয়া হয়েছে। এতে কোথা তার লীক হয়ে টিনের সাথে লেগে আছে। এতে পুরো টিনের ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে শায়েখা দিপ্তি ঘটনা শুনে মাদরাসায় ছুটে যান।
তিনি বলেন, পাশেই হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন প্রায় ২ হাজার শিক্ষার্থী পড়ে। যদি পুরো টিনসেট ঘরটি বিদ্যুতায়িত থাকে আর যদি এখন স্কুল খোলা থাকতো তাহলে শত শত শিক্ষার্থী গুরুতর আহত বা মৃত্যু হতো।
মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অধ্যাপক মাওলানা কাজী আহমাদ উল্যাহ জানান, আজ সারাদিন আমাদের মাদরাসায় ক্লাস হয়েছি। তখনতো এমন কোন সমস্যা আমাদের চোখে পড়েনি। হঠাৎ কেন এমন ঘটলো তা বুঝে উঠতে পারছিনা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত অবস্থায় সাইফ বিন আনোয়ারকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, বিষয়টি আমি শুনেছি। মৃতদেহ কুমিল্লা থেকে হাজীগঞ্জে আনা হচ্ছে। শিশুর বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে।