হাজীগঞ্জের নাটেহারায় তানিয়া নামে এক গৃহবধূ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। তানিয়ার স্বামী মাইনুদ্দিন প্রবাসী। মুঠোফোনে স্বামীর সাথে কলহের জোর ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটে প্রাথমিকভাবে জানার পরিবার। মেয়েটি তার বাবার বাড়িতে ছিল।
তানিয়ার বাবা লিটন জানান, সকালে বাড়ির পাশে পাশে গাছের সাথে তানিয়ার লাশ দেখতে পাই আমরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
বড়কুল পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী মনির হোসেনের জানান, তানিয়াকে আমাদের গ্রামে বিবাহ দেয়া হয়েছে, স্বামীর বাড়ীও এখানে। পাশাপাশি বাড়ী।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ মহিউদ্দিন ফারুক জানার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।