ঢাকা 1:00 pm, Thursday, 17 July 2025

বগুড়ায় বউ-শাশুড়িকে গলা কেটে হত্যা, ননদ গুরুতর আহত

  • Reporter Name
  • Update Time : 10:56:15 am, Thursday, 17 July 2025
  • 4 Time View

ছবি-সংগৃহিত।

প্রেমঘটিত কারণে বগুড়ায় শাশুড়ি ও তার ছেলের বউকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ননদ গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন লাইলী বেগম (৬৫) এবং তার পুত্রবধূ হাবিবা খাতুন (২২)। এ ঘটনায় গুরুতর আহত লাইলী বেগমের মেয়ে বন্যা আক্তার (১৬)।

 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে লাইলী বেগমের বাসায় একদল দুর্বৃত্তরা প্রবেশ করে। তারা বাসায় প্রবেশ করে প্রথমে লাইলী বেগমকে গলা কেটে হত্যা করে। পরে তার পুত্রবধূ হাবিবা আক্তারকেও গলা কেটে হত্যা করে। এগিয়ে আসলে হাবিবার ননদকেও এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে গুরুতর আহত অবস্থায় বন্যা আক্তার চিকিৎসাধীন রয়েছেন।

প্রেমঘটিত কারণে এ ধরনের দুর্ঘটনা হয়েছে মন্তব্য করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। (আরটিভি)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বগুড়ায় বউ-শাশুড়িকে গলা কেটে হত্যা, ননদ গুরুতর আহত

Update Time : 10:56:15 am, Thursday, 17 July 2025

প্রেমঘটিত কারণে বগুড়ায় শাশুড়ি ও তার ছেলের বউকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ননদ গুরুতর আহত হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় এ ধরনের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন লাইলী বেগম (৬৫) এবং তার পুত্রবধূ হাবিবা খাতুন (২২)। এ ঘটনায় গুরুতর আহত লাইলী বেগমের মেয়ে বন্যা আক্তার (১৬)।

 

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে লাইলী বেগমের বাসায় একদল দুর্বৃত্তরা প্রবেশ করে। তারা বাসায় প্রবেশ করে প্রথমে লাইলী বেগমকে গলা কেটে হত্যা করে। পরে তার পুত্রবধূ হাবিবা আক্তারকেও গলা কেটে হত্যা করে। এগিয়ে আসলে হাবিবার ননদকেও এলোপাথাড়ি ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুর্বৃত্তরা। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে গুরুতর আহত অবস্থায় বন্যা আক্তার চিকিৎসাধীন রয়েছেন।

প্রেমঘটিত কারণে এ ধরনের দুর্ঘটনা হয়েছে মন্তব্য করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। (আরটিভি)